২২ জানুয়ারি দু'ঘণ্টার ছুটি পাবেন হিন্দু সরকারি কর্মীরা, বড় ঘোষণা এই দেশে https://ift.tt/nCzwauG - MAS News bengali

২২ জানুয়ারি দু'ঘণ্টার ছুটি পাবেন হিন্দু সরকারি কর্মীরা, বড় ঘোষণা এই দেশে https://ift.tt/nCzwauG

অযোধ্যায় ২২ জানুয়ারির অনুষ্ঠানের অপেক্ষায় গোটা বিশ্ব। দুনিয়ার সমস্ত দেশের হিন্দু বাসিন্দারা এই দিনটিতে মহোৎসব পালন করবেন। এর মধ্যেই মরিশাসের সরকার বড়সড় ঘোষণা করেছে। সে দেশের সমস্ত হিন্দু নাগরিকরা আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ২ ঘণ্টার জন্য বিশেষ ছুটি পাবেন। কেবলমাত্র ভার্চুয়ালি অযোধ্যার উৎসবের সাক্ষী থাকাই নয়, স্থানীয় রাম মন্দিরে হওয়া অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন মরিশাসের হিন্দুরা।

হিন্দু সরকারি কর্মীদের বড় সুযোগ

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ শুক্রবার এই মর্মে একটি ক্যাবিনেট বৈঠক করেন। এরপরই সরকারের তরফে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়। উল্লেখ করা হয়, আগামী ২২ জানুয়ারি হিন্দু নাগরিকদের জন্য দুপুর ২টো থেকে দু'ঘণ্টার জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হচ্ছে। স্থানীয়ভাবে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলি হবে, তাতে অংশ নিতে পারবেন এই দেশের হিন্দু নাগরিকরা। সে কারণেই এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে তাঁদের। ২২ জানুয়ারি দিনটিকে ঐতিহাসিক এবং পবিত্র বলে উল্লেখ করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'ভারতের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ ভগবান রামের ঘরওয়াপসি।'

ভারতে সরকারি ছুটি?

রামলালার প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য প্রস্তুত ভারত। সে ক্ষেত্রে ২২ জানুয়ারি, সোমবার কি দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হবে? এই নিয়ে জল্পনা চলছেই। সোশ্যাল মিডিয়াতে একাধিক রামভক্ত কেন্দ্রের BJP সরকারের কাছে ২২ জানুয়ারি দিনটি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ছুটি ঘোষণা করার আর্জি রেখেছেন। উত্তর প্রদেশেই সরকারি ছুটি ঘোষণা করার সবচেয়ে বেশি আর্জি রয়েছে। এক্স হ্যান্ডেলে যোগী সরকারকে ট্যাগ করে ছুটির দাবি জানিয়েছেন একাধিক হিন্দুত্ববাদী সংগঠন, সনাতনী সংস্কৃতির মানুষজনও। যোগী আদিত্যনাথ যদিও ঘোষণা করেছেন, ওইদিন রাজ্যের সমস্ত স্কুলে ছুটি থাকবে। তবে অফিস-কাছারি বন্ধ রাখার কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। মহারাষ্ট্রের BJP বিধায়ক অতুল ভাতখলকর গত ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠি লিখে ২২ জানুয়ারির শুভদিনে সরকারি ছুটি ঘোষণা করার আর্জি রেখেছেন। মধ্য প্রদেশেও বেশ কয়েকদিন ধরে ২২ জানুয়ারি দিনটিকে ছুটি ঘোষণা করার জন্য আবেদন জানানো হচ্ছে। রাজস্থানেও সরকারের কাছে ২২ জানুয়ারি উৎসব পালনের জন্য ছুটি চাইছে বাসিন্দারা। কেন্দ্র সরকার কিংবা কোনও রাজ্যের সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ২২ জানুয়ারির জন্য কোনও ছুটি ঘোষণা করা হয়নি। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'গোটা দুনিয়া এই ঐতিহাসিক শুভক্ষণের জন্য অপেক্ষা করছে। আমি দেশের ১৪০ কোটি মানুষের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি, আপনারা কেউ ২২ জানুয়ারি অযোধ্যায় আসবেন না। ওইদিন ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করুন। সন্ধ্যায় গোটা দেশ যেন আলোয় ঝলমল করে।'


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/nmFw1l2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads