নজরে ২০২৪, বাংলায় ১৫-১৬ জনসভা মোদীর? https://ift.tt/lEcDnZU - MAS News bengali

নজরে ২০২৪, বাংলায় ১৫-১৬ জনসভা মোদীর? https://ift.tt/lEcDnZU

এই সময়, নয়াদিল্লি: লোকসভা ভোটের প্রচারে বাংলায় ১৫-১৬টি বড় সভা করবেন বলে বিজেপি সূত্রের খবর। এ বারের ভোটপ্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধী-শাসিত রাজ্যগুলিকে বেশি গুরুত্ব দিতে চাইছেন। ফলে সেখানকার প্রচারও সেইমতো পরিকল্পনা করা হচ্ছে। তারই অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল মোদীর সভা। বিজেপি সূত্রের খবর, কর্নাটক, হিমাচল প্রদেশ, তেলঙ্গানা, পাঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড মিলিয়ে ১০০টির বেশি রাজনৈতিক সভা করতে পারেন প্রধানমন্ত্রী৷ বাংলায় প্রধানমন্ত্রী কয়েকটি রোড-শো করতে পারেন বলেও দিল্লি বিজেপির একটি সূত্রের দাবি।এ বারেও মোদীকে প্রচারের মুখ করে ভোটযুদ্ধে নামছে পদ্ম-শিবির। সামনে সরকার গড়ার হ্যাটট্রিকের সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে মোদীর মতো অস্ত্রকে একটু হিসেব করেই ব্যবহার করতে চান বিজেপি নেতৃত্ব। কোন রাজ্যে প্রচারে কতটা দায়িত্ব মোদীকে নিতে বলা যায়, তা নিয়ে খানিক দ্বিধাও রয়েছে দলে। কারণ বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তাদের আসনরফা সেরে কী ভাবে পালটা ছক কষবে, সেদিকে নজর রেখেই মোদীর প্রচারের নীলনকশা চূড়ান্ত করতে চাইছে দল। তাই প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রধানমন্ত্রীর প্রচারে জোর দেবেন। বিজেপির একটি সূত্রের দাবি, বাংলায় তুলনামূলক ভাবে উত্তরবঙ্গে বেশি সভা করতে পারেন মোদী। এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বঙ্গ-বিজেপি নেতৃত্বের সঙ্গেও কথা বলতে চান দিল্লির নেতারা।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/NzyCxW2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads