বছরের প্রথম দিনে জ্বালানি মূল্যে ওঠা-পড়া অব্যাহত, কলকাতায় দাম কত? https://ift.tt/EFQsTb3 - MAS News bengali

বছরের প্রথম দিনে জ্বালানি মূল্যে ওঠা-পড়া অব্যাহত, কলকাতায় দাম কত? https://ift.tt/EFQsTb3

নতুন বছরের প্রথম দিনে দেশের চারটি প্রধান মেট্রো শহরে অপরিবর্তিত জ্বালানির দর। কলকাতার পাম্পগুলিতে কত দামে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল? দেশের মধ্যে কোথায় কোথায় জ্বালানি তুলনামূলকভাবে সস্তা? আসুন জেনে নেওয়া যাক...চার মেট্রো শহরে দামদিল্লি: দেশের চারটি মেট্রো শহরের মধ্যে দিল্লিতেই জ্বালানির দাম তুলনামূলকভাবে সস্তা। সোমবার রাজধানীর পাম্পগুলিতে পেট্রল বিক্রি হচ্ছে লিটারে 96.72 টাকা দরে। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি 89.62 টাকা। মুম্বই: অন্যদিকে মহানগরগুলির মধ্যে মুম্বইতেই দাম সবচেয়ে বেশি। নতুন বছরের প্রথম দিনে যার কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বাণিজ্যনগরীতে পেট্রলের দাম লিটার প্রতি 106.31 টাকা। ডিজেল বিক্রি হচ্ছে 94.27টাকা/লিটার দরে।চেন্নাই: দক্ষিণের শহর চেন্নাইতে এখনও 100 টাকা পেরিয়ে দাম রয়েছে পেট্রলের। সেখানে পেট্রল বিক্রি হচ্ছে লিটার প্রতি 102.63 টাকা দরে। অন্যদিকে ডিজেলের দাম 94.24টাকা/লিটার। কলকাতা: বছরের প্রথম দিনে তিলোত্তমার পাম্পগুলিতে পেট্রলের দাম রয়েছে 106.03 টাকা/লিটার। অন্যদিকে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 92.76 টাকায়। কোথায় কোথায় দাম বেড়েছে
  • এদিন গুজরাটের অহমেদাবাদে জ্বালানির দর লিটারে বেড়েছে 27 পয়সা। সেখানে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে 96.49 টাকা ও 92.23 টাকা।
  • এছাড়াও বিহারের একাধিক শহরে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে লিটারে যথাক্রমে 36 ও 34 পয়সা। সেখানে এই দুই জ্বালানির দাম রয়েছে 109.23 টাকা ও 95.88 টাকা।
কোথায় কোথায় দাম কমেছে
  • বছরের প্রথম দিনে পেট্রল ও ডিজেলের দাম কমেছে আগ্রা, আজমির, অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম ও ছত্তিশগড়ে। আগ্রায় লিটারে 37 পয়সা কমে পেট্রোলের দাম দাঁড়িয়েছে 96.40 টাকা। আজমিরে পেট্রলের দাম বেড়েছে লিটারে 34 পয়সা। সেখানে পেট্রলের দর 108.10 টাকা/লিটার।
  • অরুণাচলে পেট্রলের দাম কমেছে লিটার মাত্র এক পয়সা। সেখানে এই জ্বালানির দাম 95.39 টাকা। অন্ধ্র প্রদেশের পাম্পগুলিতে পেট্রল বিক্রি হচ্ছে লিটারে 111.17 টাকা দরে। সেখানে দাম কমেছে লিটারে 35 পয়সা।
  • অসমে পেট্রল ও ডিজেলের দাম কমেছে যথাক্রমে লিটারে 37 ও 36 পয়সা। সেখানে দাম রয়েছে 98.33 টাকা ও 90.63 টাকা। ছত্তিশগড়ে 44 পয়সা কমেছে পেট্রলের দাম। সেখানে পেট্রল বিক্রি হচ্ছে 102.98 টাকা/লিটার দরে। উল্লেখ্য ঘরে বসে জ্বালানির দাম জানার জন্য SMS পরিষেবা চালু করেছে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/zawQTsY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads