Bengali News
Breaking Bangla Khobor - Ei Samay Bangla
Latest Bengali News
News in Bangla
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/W4UClGZ
কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি, আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা https://ift.tt/FLRkiHU
মকর সংক্রান্তিতে মিলেছে শীতসুখ। কিন্তু, ফের একবার চড়বে তাপমাত্রার পারদ। অন্তত এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে ফের রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা, বাড়বে তাপমাত্রার পারদ। আগামী দুই থেকে তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, মঙ্গলবারও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা?চলতি বছর সেভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাত হয়নি সেভাবে। কিন্তু, মঙ্গলবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। মঙ্গলবার একাধিক জেলার আকাশ হালকা মেঘলা থাকবে। এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে গিয়েছে। অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে খুব সকালে। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে সমস্ত জেলাগুলিতেই। কেমন থাকবে ?কলকাতায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে। শীতের প্রভাব কমবে। বুধ এবং বৃহস্পতিবার শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি কুয়াশা থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। নেমে যেতে পারে দৃশ্যমানতা। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।
from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/W4UClGZ
Previous article
Next article
Leave Comments
Post a Comment