জাতীয় দলের পর IPL-এও মেলেনি ঠাঁই, ৬১ বলে সেঞ্চুরি করে সপাট জবাব সরফরাজের https://ift.tt/3AvoE4m - MAS News bengali

জাতীয় দলের পর IPL-এও মেলেনি ঠাঁই, ৬১ বলে সেঞ্চুরি করে সপাট জবাব সরফরাজের https://ift.tt/3AvoE4m

আইপিএলে এবার দল পাননি সরফরাজ খান। প্রথম পর্বে অবিক্রিত থাকলেও দ্বিতীয় পর্বে তাঁকে নিতে কোনও ফ্র্য়াঞ্চাইজি আগ্রহ দেখায়নি। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা সরফরাজের এবার দল না পাওয়ায় চমকে গিয়েছেন অনেকে। তাঁকে ভবিষ্যতের তারকা মনে করা অনেকেই সরফরাজকে ছাড়া এবারের আইপিএল ভাবতে পারছেন না। তিনি যদিও মুখ বন্ধ রেখেছেন। তবে মুখ বন্ধ রাখলেও তাঁর ব্যাট কথা বলা বন্ধ করেনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সেঞ্চুরি করলেন তিনি। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে সরফরাজ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। কিন্তু জাতীয় দলে তাঁর ডাক আসেনি। কোনওসময় তাঁর ফিটনেস নিয়ে, আবার কোনও সময় তাঁর ফর্ম নিয়ে কথা ওঠে। এবার তো আইপিএলের দরজাই বন্ধ হয়ে গেল তাঁর জন্য। কী কীর্তি করেছেন সরফরাজ?২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে আন্তঃ স্কোয়াড ম্যাচ খেলছে ভারতীয় দল। সফরে এটিই দলের একমাত্র অনুশীলন ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ভারত A দলের খেলোয়াড়রাও এই ম্যাচে অন্তর্ভুক্ত হয়েছেন। এই ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেছেন।৬১ বলে সেঞ্চুরি করেন সরফরাজমুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা সরফরাজ খান এই ম্যাচে সেঞ্চুরি করেছেন। আন্তঃ স্কোয়াড ম্যাচ হয়েছিল ভারত এবং ভারত A দলের মধ্যে। এই ম্যাচে ভারতীয় দলের অংশ ছিলেন সরফরাজ। তিন নম্বরে ব্যাট করতে আসেন তিনি। সরফরাজ আসার সঙ্গে সঙ্গে বোলারদের আক্রমণ শুরু করেন। ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তিনি ৬৫ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।বোলিং দলে ছিলেন রবীন্দ্র জাদেজাএই ম্যাচে বোলিংয়ে ছিলেন ভারতীয় দলের প্রধান স্পিনার রবীন্দ্র জাদেজা। তিনি ছাড়াও বোলিং দলের অংশ ছিলেন নবদীপ সাইনি, সৌরভ কুমার, হর্ষিত রানা এবং বিদওয়াত কাওয়ারাপ্পা। সরফরাজ পুরো মাঠে শট খেলেন। সুইপ থেকে আপার কাট দিয়ে পর্যন্ত তিনি বোলারদের সমস্যায় ফেলেছেন। রিভার্স সুইপ দিয়ে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।প্রথম শ্রেণিতে শক্তিশালী রেকর্ডপ্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজ খানের রয়েছে শক্তিশালী রেকর্ড। রঞ্জি ট্রফির গত কয়েক মরশুমে তাঁর ধারেকাছেও কাউকে দেখা যাচ্ছে না। ৬১টি প্রথম শ্রেণীর ইনিংসে সরফরাজ খান ৭২ গড়ে ৩৬৫৭ রান করেছেন। এর মধ্যে ১৩টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে। তার সবচেয়ে বড় ইনিংস ৩০১ রানের, সেখানে তিনি অপরাজিত ছিলেন। এরপরেও টিম ইন্ডিয়াতে সুযোগ পাচ্ছেন না তিনি। এমনকি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল নিলামেও সরফরাজ খানকে কেউ কেনেনি। তিনি জাতীয় দলের ম্যাচে এই পারফর্ম করে নির্বাচকদের বার্তা দিলেন বলে মনে করছেন অনেকে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/blyOVCc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads