অযোধ্যায় মসজিদ তৈরিতে খরচ কত? কতদূর এগলো কাজ? https://ift.tt/xkroUJ6 - MAS News bengali

অযোধ্যায় মসজিদ তৈরিতে খরচ কত? কতদূর এগলো কাজ? https://ift.tt/xkroUJ6

অযোধ্যায় এখন সাজো সাজো রব। কারণ হল রাম মন্দিরের উদ্বোধন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি অযোধ্য়ায় রাম মন্দিরের রামলালার বিরাজমানের মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। ওই দিনই খুলে যাবে রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হবে উদ্বোধন। এই মন্দির থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অযোধ্য়া জেলার ধন্যিপুরে তৈরি হওয়ার কথা মসজিদের। ২০১৯ সালে নভেম্বর মাসে রাম জন্মভূমি-বাবরি জন্মভূমি মামলায় শীর্ষ আদালত মুসলিম পক্ষকে পাঁচ একর জায়গা দেওয়ার নির্দেশ দিয়েছিল। মসজিদ তৈরির বিষয়টির দেখভালের দায়িত্বে কারা?উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ‘ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট’ নামের একটি সংস্থা তৈরি করে। এই সংস্থাই মসজিদ তৈরির তত্ত্বাবধানের রয়েছে। ট্রাস্টে সূত্রে খবর, পাচ একর জায়গায় শুধুমাত্র মসজিদই নয় একটি হাসপাতাল, ক'টি যৌথ রান্নাঘর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কবে থেকে শুরু হবে মসজিদ তৈরির কাজ? ট্রাস্টের প্রধান তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জুফার ফারুকি জানিয়েছেন, আশা করা হচ্চে আগামী বছর মে মাস থেকে মসজিদ তৈরির কাজে হাত দেওয়া হতে পারে। ট্রাস্ট সূত্রে আরও খবর, মসজিদ তৈরির খরচ তুলতে গড়া হয়েছে একটি আলাদা কমিটি। মুম্বইকেন্দ্রিক ওই কমিটি এখনও পর্যন্ত ৫০ লাখ টাকার তুলেছে বলে খবর। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে মসজিদেকর নকশা। মিনার ও গম্বুজবিশিষ্ট হবে এই মসজিদটিও। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মন্দিরের নকশা ইতিমধ্যেই অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে। সূত্রের খবর, অযোধ্যায় প্রস্তাবিত মসজিদের ভিত্তি স্থাপন করবেন মক্কার ইমাম বা ইমাম-ই-হরম আবদুল-রহমান আল-সুদাইস। এই মসজিদ তৈরিতে কত খরচ? মসজিদ ছাড়াও হাসপাতাল এবং একটি যৌথ রান্নাঘর গড়ে তুলতে মোটামুটি খরচ হিসেবে ১২০০ কোটি টাকা ধরা হয়েছে। অন্যদিকে, অযোধ্য়ায় মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হাজি আরাফাত শেখ জানিয়েছেন, তাজমহলের থেকেও সুন্দর হবে মসজিদটি। শুধুনাত্র লোকদের নমাজ পড়ার অনুমতি দেওয়া হবে না, বরং সেখানে ৫০০ শয্যার ক্যানসার হাসপাতালও তৈরি করা হবে। হাজি আরাফাত শেখ আরও জানিয়েছেন, এই মসজিদে থাকবে পাঁচটি মিনার। ইসলামের পাঁচটি স্তম্ভব-নমাজ, রোজা, যাকাত, তৌহিদ ও হজের প্রতীক হবে। প্রকাশিত তথ্য় অনুযায়ী এই মসজিদের পবিত্র কোরান হতে পারে গেরুয়া রঙের যা হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষই বিশ্বাস করেন।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/oyQRJd0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads