কর্নাটকে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর https://ift.tt/41PYvdy - MAS News bengali

কর্নাটকে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর https://ift.tt/41PYvdy

কর্নাটকে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কয়েক মাস আগেই নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি মিলেছিল। ক্ষমতায় আসার পর অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ করল কর্নাটকের কংগ্রেস সরকার। শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুক্রবার কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন কর্নাটকে আর হিজাবের উপর নিষেধাজ্ঞা থাকবে না। কন্নড় ভাষায় শুক্রবার একটি টুইট করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, 'আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি যাতে হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।' বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, 'পোশাক, কাপড়, জাতির ভিত্তিতে ভাগ করা হচ্ছে মানুষ ও সমাজকে।' উল্লেখ করা প্রয়োজন, ২০২২ সালে কর্নাটকের সব শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সময় কর্নাটকের মসনদে ছিল বিজেপি সরকার। এবার কর্নাটেক বিজেপিকে পরাজিত করে ক্ষমতায় আসে কংগ্রেস। নির্বাচনের আগেই কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রী হন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হন ডি শিবকুমার। সদ্য একটি অনুষ্ঠানে সিদ্দারামাইয়া বলেন, 'আমরা ফেরত নেব সিদ্ধান্ত। হিজাবে আর কোনও নিষেধাজ্ঞা থাকবে না। মহিলারা হিজাব পরেই বেরোতে পারেন। আমি নির্দেশ দিয়েছি যাতে আধিকারিকরা ওই নির্দেশ ফিরিয়ে নেন।' পাশাপাশি সিদ্দারামাইয়ার আরও সংযোজন, 'পোশাক পরা আর খাবার খাওয়া আমাদের নিজস্ব পছন্দ। আমি কেন আপত্তি করব? তোমার যা খুশি পরো, যা খুশি খাও। আমি কেন সেটায় হস্তক্ষেপ করব? ভোট পাওয়ার জন্য রাজনীতি করা উচিত নয়। আমরা তা কখনও করিও না।'দেখুন সিদ্দারামাইয়ার টুইট প্রসঙ্গত, ২০২২ সালে জানুয়ারি মাসে কর্নাটকে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ঘটনার সূত্রপাত কর্নাটকের উড়ুপির প্রি ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাস থেকে। সেখানে মুসলিম মহিলাদের হিজাব পরে কলেজে আসতে জারি হয় নিষেধাজ্ঞা। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। পরে কর্নাটক সরকারও ফেব্রুয়ারি মাসে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল কংগ্রেস সরকার। কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এই নির্দেশিকা ঘিরেই তুমুল বিতর্ক শুরু হয়। কর্নাটকে বিজেপি সরকার থাকাকালীন স্কুলে হিজাব পরা নিষিদ্ধ হয়। দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়, মামলা গড়ায় হাই কোর্ট পর্যন্ত। সেই সময় বিজেপির তীব্র বিরোধিতা করে সরব হয় কংগ্রেস। সেই সময় কর্নাটকে বিজেপি সরকারের সিদ্ধান্ত ঘিরে ব্য়াপক বিতর্ক দানা বাঁধে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/uZrm3W4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads