এক সেঞ্চুরিতেই কেল্লাফতে, কিং কোহলির 'বিরাট' রেকর্ড স্পর্শ স্যামসনের https://ift.tt/YgiD0MN - MAS News bengali

এক সেঞ্চুরিতেই কেল্লাফতে, কিং কোহলির 'বিরাট' রেকর্ড স্পর্শ স্যামসনের https://ift.tt/YgiD0MN

ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ তাঁকে এতদিন ধরে বাতিলের তালিকায় ধরে রেখেছিলেন। সেই সঞ্জু স্যামসনই এবার প্রমাণ করে দিলেন, 'হাম কিসি সে কম নেহি'। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্য়ায় সৃষ্টি করলেন তিনি। সেইসঙ্গে স্পর্শ করলেন বিরাট কোহলির এক বিরল রেকর্ডও। ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় তিন নম্বর ব্যাটার হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধেই শতরান করলেন।একদিনের ক্রিকেটে এই প্রথমবার সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। মাত্র ১১০ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে আসে। শেষপর্যন্ত তিনি ১১৪ বলে ১০৮ রান করেন। এরমধ্যে হাফ ডজন বাউন্ডারি এবং তিনটে ছক্কা রয়েছে। এই ম্যাচে সঞ্জু শুধুমাত্র নিজের ব্যাটিং দক্ষতারই পরিচয় দিলেন না, চলতি সিরিজে সমালোচকেরা তাঁর পারফরম্যান্স নিয়ে যে সমালোচনা করছিলেন, তারও যোগ্য জবাব দিলেন তিনি। টিম ইন্ডিয়ার এই ডানহাতি ব্যাটার ধারাবাহিক পারফরম্যান্স না করার জন্য ইতিমধ্যেই যথেষ্ট কটাক্ষের শিকার হয়েছেন। যেহেতু এই ম্যাচে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির মতো কোনও বড় নাম খেলছে না, সেকারণে অনেকেই বলেছিলেন যে এই সুযোগটা সঞ্জু কাজে লাগাতে পারল না। ইতিমধ্যে সম্প্রতি একদিনের ক্রিকেট বিশ্বকাপেও আবার এই ভারতীয় ব্যাটারের ঠাঁই হয়নি। সব মিলিয়ে স্যামসনের সময়টা যে ভালো যাচ্ছিল না, তা বলাই বাহুল্য। অবশেষে এই শতরান প্রত্যেক নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছে। এবার ম্যাচের কথায় আসা যাক। টস জিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক এইডেন মার্করাম টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করার আহ্বান জানায়। আর সেই মঞ্চেই আগুন পারফরম্যান্স করলেন সঞ্জু। তাঁর শতরানের দৌলতেই টিম ইন্ডিয়া এই ম্যাচে ২৯৭ রানের একটা বিশাল টার্গেট খাড়া করেন। আর এই স্লো উইকেটে প্রোটিয়াদের সামনে সেই লক্ষ্যটা হাসিল করা একেবারেই সহজ কাজ ছিল না।শেষকালে একথা বলা যেতেই পারে যে সঞ্জুর এই রেকর্ড-ব্রেকিং সেঞ্চুরি শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের জয়ের রাস্তাটাই প্রশস্থ করেনি। তার থেকেও বড় কথা, স্যামসনের আন্তর্জাতিক ক্রিকেটে একটা বড়সড় মোড় ঘুরিয়ে দিতে পারে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/OqDPz3y
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads