সঞ্জুর ইনিংসে যোগ্য সঙ্গত আর্শদীপের, প্রোটিয়াদের হারিয়ে সিরিজ ভারতের https://ift.tt/HSw6Ejb - MAS News bengali

সঞ্জুর ইনিংসে যোগ্য সঙ্গত আর্শদীপের, প্রোটিয়াদের হারিয়ে সিরিজ ভারতের https://ift.tt/HSw6Ejb

বিশ্বকাপ হারের ধাক্কা কাটাতে ও ওডিআই ক্রিকেটে ফিরতে ভারতের কাছে এই সিরিজটা ছিল গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা জিতলেও দ্বিতীয় ম্যাচটা হারতে হয়। তবে শেষ ম্যাচটা জিতে সিরিজ পকেটে পুরল কেএল রাহুল ব্রিগেড। প্রথম সারির প্লেয়ারদের ছাড়াই বিদেশের মাটিতে সিরিজ জিতল ভারত। গতবার যেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে হারতে হয়েছিল, এবার সেখান থেকেই সিরিজ জিতল। শেষ ম্যাচে ৭৮ রানে জিতল টিম ইন্ডিয়া।এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। স্লো পিচের সুবিধা নিতেই তারা এই সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। এদিন অভিষেক করা রজত পতিদার করেন মাত্র ২২ রান। এদিন ওপেন করতে নামা সাই সুদর্শন করেন ১০ রান। সাই সুদর্শনও এই সিরিজে অভিষেক করেন। কেরিয়ারের প্রথম ওডিআই সিরিজ খেলতে নেমে ব্যর্থ হলেন দুই জনেই। ওপেনিং জুটি মাত্র ৩৪ রান করে। এই ধাক্কা সামলাতে কাউকে না কাউকে দলে হাল ধরতে হত, সেটাই করেন সঞ্জু স্য়ামসন। তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন। কেএল রাহুলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ২১ রান করে আউট হন কেএল রাহুল। এরপর তিলক বর্মা ম্য়াচের হাল ধরেন। সঞ্জু স্যামসন ও তিলক বর্মা জুটি ১১৬ রান করে। এই জুটিই ভারতের রানের ভিত তৈরি করে। ৭৭ বলে ৫২ রান করেন তিলক বর্মা। কেশব মহারাজের বলে তিনি আউট হন। এরপর রিঙ্কু সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন সঞ্জু। রিঙ্কু করেন ৩৮ রান। শেষের দিকে ওয়াশিংটন সুন্দর ১৪ রানের একটা ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত করে ২৯৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটে উইকেট নেন হেনড্রিকস। দুটি উইকেট নেন বার্গার। একটি করে উইকেট নেন উইলিয়ামস, মুল্ডার ও কেশব মহারাজ।রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। ৫৯ রানের ওপেনিং জুটি তৈরি হয় তাদের। রেজা হেনড্রিকস ও টনি ডি জর্জি ৫৯ রান করেন। রেজা হেনড্রিকস দ্রুত ফিরলেও অপর ওপেনার দলকে টানেন। তিনি করেন ৮১ রান। রানি ভান ডার ডুসেন ব্যর্থ হন। তিনি মাত্র ২ রান করেন। অধিনায়ক এইডেন মারক্রাম করেন ৩৬ রান। হেনরি ক্লাসেন ২১ রান করেন। ডেভিড মিলারের মত বড় প্লেয়ারকে ফিরিয়ে দেন মুকেশ কুমার। মাত্র ১০ রান করেন মিলার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার যেই ব্য়াটিং দেখা গিয়েছিল এখানে ছিল তার ছায়া। শেষের দিকে কেশব মহারাজ ও বিউরান হেনড্রিকস লড়ার চেষ্টা করলেও তা পর্যাপ্ত ছিল না। কেশব মহারাজকে আউট করার পরেই প্রোটিয়াদের রক্ষণ ভেঙে যায়। এরপর ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। অবশেষে ৪৫.৫ ওভারেই প্রোটিয়াদের অলআউট করে জিতে যায় ভারত। মাত্র ২১৮ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে চারটে উইকেট নেন আর্শদীপ সিং। দুটি করে উইকেট নেন আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর ও একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/fgV3E7R
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads