'এই দল নিয়ে আইপিএল জেতা যাবে না', KKR নিয়ে হতাশ ডি ভিলিয়ার্স https://ift.tt/BpVan2z - MAS News bengali

'এই দল নিয়ে আইপিএল জেতা যাবে না', KKR নিয়ে হতাশ ডি ভিলিয়ার্স https://ift.tt/BpVan2z

ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করতে এবার পুরনো ঘোড়া মণীশ পাণ্ডেকে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের নায়ককে দলে এনে ব্যাটিংকে শক্তিশালী করতে চাইছেন গৌতম গম্ভীর। এবার নিলামে তারা বেশি টাকা খরচ করেছে বোলারের পিছনে। ব্যাটারদের মধ্যে মাত্র দু’জনকে দলে নিয়েছে। মণীশ পাণ্ডে ছাড়াও রয়েছেন শেরফান রুদারফোর্ড। নিলামে নাইট রাইডার্সের এই পরিকল্পনা দেখে হতাশ প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে অবসর নেওয়ার পর ডি ভিলিয়ার্স এখন ক্রিকেট পরামর্শদাতা হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বিশ্লেষণাত্মক ভিডিয়ো তৈরি করে থাকেন। তিনি নিজের ভিডিয়োতে এবার KKR-কে নিয়ে মুখ খুললেন। কেকেআর এবার নিলাম থেকে মোট ১০ জন প্লেয়ারকে দলে নিয়েছে। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ক যাদের মধ্যে অন্যতম। ২ কোটি টাকা দিয়ে মুজিব রহমানকে নিয়েছে। মাত্র ২ জন ব্যাটারকে তারা নিয়েছে। যা দেখে মিস্টার ৩৬০ বলেন, ‘আমি মনে করি ওদের বোলিংটা দারুণ। তবে ওদের সমস্যা হবে ব্য়াটিংয়ে। ওদের খারাপ ব্য়াটার নেই, তবে আমি মনে করি আইপিএল জেতার জন্য যেই ব্য়াটিং গভীরতা দরকার সেটা ওদের নেই। শ্রেয়স আইয়ার দারুণ ব্য়াটার। ও আমাকে ব্যাটিং দিয়ে মুগ্ধ করে। রিঙ্কু সিং একজন দারুণ ফিনিশার। ওদের ব্যাটিং খারাপ নয়, তবে আইপিএলে সেরা ব্যাটিং লাইনআপগুলোর মতো নয়। এবার আইপিএলে কেকেআরের খারাপ দিক বলতে আমি এটাই দেখছি।’শ্রেয়স ও রিঙ্কুকে বাদ দিয়ে কেকেআরে এবার আছেন রহমানুল্লা গুরবাজ, নীতিশ রানা, আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ার। পার্টটাইম ব্যাটার হিসেবে কাজ করতে পারেন সুনীল নারিন। রাসেলের উপর খুব একটা বেশি ভরসা করা যায় না।তবে ডি ভিলিয়ার্স চেন্নাই সুপার কিংসের পদক্ষেপের প্রশংসা করেন। ড্যারিল মিচেলকে নিয়ে চেন্নাই ভালো কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন। বলেন, ‘CSK বরাবরই স্মার্ট দল। আমি মনে করি ড্যারিল মিচেলকে দরকার মিডল অর্ডারের জন্য এবং রাচিন রবীন্দ্র আছে। দুই নিউ জিল্যান্ডের প্লেয়ারই ভালো ফর্মে রয়েছেন। শার্দূল ঠাকুর সব ফর্ম্যাটের জন্য সেরা। এবার অন্যতম সেরা পিক তিনি।’ এবার ১৪ কোটি টাকা দিয়ে ড্যারিল মিচেলকে দলে নিয়েছে CSK। আম্বাতি রায়ডুর জায়গায় তিনি ব্যাট করবেন বলে মনে করা হচ্ছে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/OpMPwS8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads