রেগে আগুন রূপা! দিলীপ-সুকান্তর সামনেই বৈঠক ছাড়লেন BJP নেত্রী https://ift.tt/3ogutwl - MAS News bengali

রেগে আগুন রূপা! দিলীপ-সুকান্তর সামনেই বৈঠক ছাড়লেন BJP নেত্রী https://ift.tt/3ogutwl

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্য নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ! পুরসভার বৈঠক ছেড়ে তাঁর বেরিয়ে যাওয়ার খবরে শোরগোল রাজ্য রাজনীতিতে। বিষয়টি ঠিক কী? সূত্রের খবর, দোরগোড়ায় পুরনির্বাচন। আর এই নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে এগোতে চাইছে গেরুয়া শিবির। আর এই লক্ষ্যেই আজ মঙ্গলবার রাজ্য BJP-র শীর্ষ নেতৃত্বের তরফে একটি ভার্চয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ রাজ্য BJP-র শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এদিনের বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এমনকী, এই ধরনের বৈঠকে যাতে তাঁকে আর ডাকা না হয় সেই কথাও বলেন তিনি, জানা গিয়েছে এমনটাই। তাঁর এই আচরণে রীতিমতো অবাক রাজ্য BJP নেতাদের একাংশ। যদিও এই গুঞ্জনের সত্যতা যাচাইয়ের জন্য রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই সময় ডিজিটালের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অন্যদিকে, যোগাযোগ করা যায়নি রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ তাঁকে যাঁরা আমন্ত্রণ করেছিলেন এই বিষয়ে তাঁরাই বলতে পারবেন।’ পুরসভা নির্বাচনে দলের তরফে রূপা গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে কিনা সেই বিষয়েও স্পষ্ট কোনও মন্তব্য করেননি দিলীপ ঘোষ। পুরসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে ভোট ময়দানে নেমেছে BJP। প্রার্থী তালিকা ঘোষণার পরেও কোনও বিক্ষোভের আঁচ দেখা যায়নি BJP প্রার্থী নিয়ে। এই নিয়ে রীতিমতো চাপা উদ্বেগ কাজ করছে গেরুয়া শিবিরের অন্দরে। একটি ভোটের প্রার্থী তালিকা প্রকাশিত হল, কিন্তু তা সত্বেও কোনও ক্ষোভ বিক্ষোভ নেই- তা ভালো না খারাপ ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরেই। তবে কি দলীয় কর্মীদের মধ্যে মনোবলের অভাব উঠছে প্রশ্ন। উল্লেখ্য, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁকে নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্যে তৈরি হয়েছিল আলোড়ন। তিনি বলেছিলেন, '২০২১ বিধানসভা নির্বাচনের আগে BJP-তে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, চুক্তি পছন্দ হয়নি তাঁর।' একের পর এক পোস্টে রূপার মন্তব্য, 'পশ্চিমবঙ্গে অনেক ক্ষতি করেছেন। সুবিধাবাদী! আমার কোনও সমবেদনা নেই।' কলকাতার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3Ia56UA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads