আদানির NDTV ছাড়ার হিড়িক অব্যাহত, এবার পদত্যাগ নিধি রাজদানের https://ift.tt/32jFAGQ - MAS News bengali

আদানির NDTV ছাড়ার হিড়িক অব্যাহত, এবার পদত্যাগ নিধি রাজদানের https://ift.tt/32jFAGQ

এবার বেসরকারি সংবাদমাধ‌্যম (NDTV) ছাড়লেন নিধি রাজদানও ()। এক্সিকিউটিভ এডিটর (Executive Editor) পদ থেকে পদত্যাগ করেছেন এই জনপ্রিয় সাংবাদিক। আদানি গোষ্ঠী NDTV-র সিংহভাগে নিয়ন্ত্রণ বসিয়েছে। তারপর থেকেই এই সংবাদমাধ্যমের একের পর এক শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় সাংবাদিকরা সংস্থা থেকে ইস্তফা দিয়েছেন। গত বছরের নভেম্বরের শেষে সংস্থার পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা দেন প্রণয় রায় ও রাধিকা রায়। এর ফলে ওই সংবাদমাধ্যমের পরিচালনার ভার সম্পূর্ণরূপেই আদানি গোষ্ঠীর হাতে চলে যায়। এরপর একে একে ছেড়েছেন শ্রীনিবাসন জৈন, গ্রুপ প্রেসিডেন্ট সুপর্ণা সিং, মুখ্য কৌশল আধিকারিক অরিজিৎ চট্টোপাধ্যায়, মুখ্য টেকনোলজি ও প্রোডাক্ট অফিসার কাওয়ালজিৎ সিং বেদি এবং সর্বোপরি রবীশ কুমার (Ravish Kumar)। এবার সেই তালিকাতেই যুক্ত হল নিধি রাজদানের নামও। ২০২২ সালের অগাস্ট মাসেই NDTV গোষ্ঠীর ২৯.১৮ শতাংশ শেয়ার আদানিদের হাতে চলে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। সোশাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং হতে থাকে বিষয়টি। পরে NDTV-র তরফে জানানো হয়, যে পদ্ধতিতে তাদের সংস্থার শেয়ার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তা আইনসম্মত নয়। NDTV-র মূল প্রোমোটার সংস্থা RRPR-এর হেফাজতে থাকা একটা বড় অংশের শেয়ারের মালিকানা আদানির সংস্থার হাতে চলে গিয়েছে বলেও জানা যায়। যদিও NDTV-র ৬১.৪৫ শতাংশ শেয়ার এবং মূল মালিকানা সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের হাতেই ছিল। তবে তাঁদের পদত্যাগের পর কার্যত স্পষ্ট হয়ে যায়, সংস্থার কর্তৃত্ব যাচ্ছে গৌতম আদানির হাতেই। ইস্তফা নিয়ে মুখ খুললেন নিধিএকটি টুইট করে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন (Nidhi Razdan)। তাঁর কথায়, "২২ বছরের যাত্রা শেষে এবার NDTV ছেড়ে বেরিয়ে আসার পালা। এই জার্নি অসাধারণ ছিল। তবে আমাকেও জানতে হবে কোথায় গিয়ে থামা উচিত। আর মাত্র ২ সপ্তাহই আমি এই সংস্থায় রয়েছি। এত বছর ধরে আমায় ভালোবাসা এবং সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।" এনডিটিভি ছেড়েছেন রবীশ কুমার NDTV থেকে ইস্তফা দিয়েছেন রামোন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সাংবাদিক রবীশ কুমার। NDTV-র সিনিয়র এক্সিকিউটিভ এডিটর পদ থেকে পদত্যাগ করেন তিনি। তাঁর পদত্যাগের পর NDTV গ্রুপের প্রেসিডেন্ট সুপর্ণা সিং বলেছিলেন, "হাতেগোনা কয়েকজন সাংবাদিকই আছেন যারা রবীশের মতো জনগণকে প্রভাবিত করতে পেরেছেন। বহু মানুষ তাঁর ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন। সর্বত্রই তাঁকে ঘিরে ভিড় জমে যেত। ভারত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি সম্মানজনক পুরস্কারও পেয়েছেন। একাধিক স্বীকৃতি পেয়েছেন তিনি। যারা বঞ্চিত তাঁদের কথা তিনি তাঁর দৈনিক প্রতিবেদনে তুলে ধরেতেন। কয়েক দশক ধরে NDTV-র সঙ্গে যুক্ত ছিলেন রবীশ কুমার। রবীশের অবদান অপরিসীম। আমরা জানি তিনি নতুন করে শুরু করবেন। আর সেখানেও তিনি সফলও হবেন।"


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/sKIz2eE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads