নেকড়ের পর এবার নীলগাই, কাঁটাবেড়িয়া-গড় জঙ্গলে বাড়ছে বন্যপ্রাণ https://ift.tt/5bq9WEQ - MAS News bengali

নেকড়ের পর এবার নীলগাই, কাঁটাবেড়িয়া-গড় জঙ্গলে বাড়ছে বন্যপ্রাণ https://ift.tt/5bq9WEQ

West Bengal News : নেকড়ের পর এবার নীলগাইয়ের (Nilgai) দেখা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিল্পাঞ্চলে। এদিন কাঁটাবেড়িয়া জঙ্গলে নীলগাইয়ের (Nilgai) দেখা পান বন দফতরের () কর্মীরা। গড় জঙ্গলেও দেখা মিলেছে ওই নীলগাইয়ের। এই প্রথম এই অঞ্চলে নীলগাইয়ের দেখা মেলায় উৎসাহিত হয়ে উঠেছে বন দফতর, উৎসাহিত দুর্গাপুরবাসীরাও (Durgapur)। বন দফতরের দাবী জঙ্গল বৃদ্ধি পাওয়ায় বন্য প্রাণীদের এই আধিক্য বেড়েছে এই অঞ্চলে। সূত্রের খবর, পূর্বেই শিল্পাঞ্চলের জঙ্গলে দেখা মিলেছিল নেকড়ে ও হায়নার। এরপর এবার দেখা পাওয়া গেল নীলগাইয়েরও। এই বিষয়ে দুর্গাপুরের (Durgapur) রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যখন উখড়ার রেঞ্জার ছিলাম, তখন ওখানকার জঙ্গলে নীলগাইয়ের দেখা মেলে।" জানা গিয়েছে, হরিণ, ময়ুর, সজারু পরিপূর্ণ গড় জঙ্গলে এবার নতুন সংযোজন নীলগাই। বন দফতর (Forest Department) সূত্রে জানা গিয়েছে, নীলগাই এক ধরনের বন্যপ্রাণী। যা দেখতে অনেকটা হরিণের মতো। এটি আরটিও ডেকটাইল প্রজাতির। সাধারণত উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের জঙ্গলে নীলগাই সব থেকে বেশি দেখা যায়। চিড়িয়াখানা ছাড়া বাংলায় সাধারণত এই প্রাণীর দেখা মেলে না। কিন্তু বুধবার হঠাৎ দুর্গাপুর এলাকার কাঁটাবেড়িয়া ও গড় জঙ্গলে একটি নীলগাইকে দেখতে পান বন দফতরের কর্মীরা। জঙ্গলে রুটিন টহল দিতে বেরিয়ে এই নীলগাইয়ের দেখা পান তাঁরা। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর পাঠান ওই কর্মীরা। দুর্গাপুরের রেঞ্জার আরও বলেন, "কোথা থেকে এই বন্য প্রাণীটি কাঁটাবেড়িয়া ও গড় জঙ্গল এলাকায় এল তা পরিষ্কার করে বলা যাচ্ছে না। এই মুহূর্তে একটি নাকি আরও বেশি নীলগাই এই এলাকায় রয়েছে, সেটিও বলা সম্ভব নয়।" তিনি আরও বলেন, "ওই নীলগাই যাতে চোরাশিকারিদের হাতে না পড়ে, সেই দিকে বন দফতরের তরফে কড়া নজর রাখা হচ্ছে। এই এলাকায় জঙ্গল কিছুটা হলেও বেড়েছে। তার ফলেই বন্যপ্রাণীদের আনাগোনা বাড়ছে। যা অত্যন্ত ভালো লক্ষণ।" উল্লেখ্য, মাস তিনেক আগে (Birbhum) পাড়ুইয়ের অবিনাশপুর এলাকায় হঠাৎ করে একটি নীলগাইয়ের দেখা মিলেছিল। সেই খবর পাওয়ার পরই তদন্তে নামেন (Forest Department)। অনেক চেষ্টার পর তাকে ধরতে পারেন বনকর্মীরা। এরপর তাকে ঘন জঙ্গলের (Forest) মধ্যে ছেড়ে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের কাছে একেবারে নতুন ধরনের এই প্রাণীটি হওয়ার কারণে তাঁরা সেখানে তাকে দেখতে ভিড় জমান।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/RulX85o
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads