লক্ষ্মীবারে কোন কোন স্টকে লাভের সন্ধান? তালিকায় একাধিক কম দামি শেয়ার https://ift.tt/gLhAbP2 - MAS News bengali

লক্ষ্মীবারে কোন কোন স্টকে লাভের সন্ধান? তালিকায় একাধিক কম দামি শেয়ার https://ift.tt/gLhAbP2

শেষ সিজনে শেয়ার বাজারে জোর ধাক্কা খেয়েছে সূচকগুলো। প্রায় 1000 পয়েন্ট নিচে নেমে যায় সেনসেক্স, নিফটি 50-তেও পতন ধরা পড়ে। সর্বকালীন রেকর্ড উচ্চতা থেকে শেয়ার বাজারের এই পতনে রীতিমতো মাথায় হাত পড়ে বিনিয়োগকারীদের। প্রায় 9 লাখ কোটি টাকা বাজার থেকে গায়েব হয় বুধবারে। তবে বৃহস্পতিবার আশা ছাড়তে নারাজ বিনিয়োগকারীরা। কিন্তু, এদিন বাজার ঝুঁকিপূর্ণ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সতর্ক হয়ে বিনিয়োগ করতে হবে ট্রেডারদের।এদিন যে কয়েকটি স্টকে বিনিয়োগকারীরা ভরসা রাখতে পারেন, সেই তালিকায় রয়েছে বেশিরভাগ কম দামি স্টক। নিচে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-

সুলা ভাইনইয়ার্ডস

স্টকটি বিনিয়োগকারীদের এদিন ধনী বানাতে পারে। তবে এদিন BUY অপশন বেছে না নিয়ে SELL করতে হবে ট্রেডারদের। 460 টাকায় স্টকটি সেল করতে হবে। এক্ষেত্রে টার্গেট প্রাইস রাখতে হবে 445 টাকা, অন্যদিকে স্টপ লস সেট করতে হলে 465 টাকা।

এইউ স্মল ফাইন্যান্স ব্য়াঙ্ক

এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের শেয়ারে এদিন BUY অপশন রয়েছে। স্টকটি 760 টাকায় কেনা যেতে পারে। সেক্ষেত্রে এটির টার্গেট প্রাইস রাখতে পারেন 792 টাকা। এমনকি তার বেশি হলেও অবাক হওয়ার নেই। স্টকের স্টপ লস সেট করতে পারেন 745 টাকা।

SBI -এর শেয়ার

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারও এদিন বুলিশ ট্রেন্ডে থাকবে বলে আশাবাদী রয়েছেন বিশেষজ্ঞরা। 636 টাকায় এই শেয়ার কেনা হলে টার্গেট প্রাইস সেট করতে পারেন 648 টাকা। এক্ষেত্রে স্টপ লস হতে পারে 627 টাকা।

রেডিংটন -এর শেয়ার

বৃহস্পতিবার এই শেয়ারটি পকেট ভরাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই স্টকটি 167 টাকায় কেনা হলে, টার্গেট প্রাইস হিসেবে 176 টাকা সেট করতে পারেন। অন্যদিকে শেয়ারটির স্টপ লস হতে পারে 161 টাকা।

HDFC ব্যাঙ্কের শেয়ার

এদিন HDFC ব্যাঙ্কের শেয়ারে 'SELL' ট্যাগ দিচ্ছন বিশেষজ্ঞরা। 1650 টাকায় এই স্টকটি সেল করা হলে কেনা যেতে পারে 1630 টাকায়। এক্ষেত্রে কোম্পানির স্টপ লস সেট হতে পারে 1662 টাকা।(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। সূচকের ওঠানামার সঙ্গে সঙ্গে আপনার বিনিয়োগও কম বা বেশি হতে পারে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিজ দায়িত্বে স্টক মার্কেটে বিনিয়োগ করুন।)


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/zADc5Kf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads