দিঘায় এবার মিলবে ডাইনোসর দর্শন, সাজিয়ে তোলা হচ্ছে ‘জুরাসিক পার্ক’ https://ift.tt/xJBke4w - MAS News bengali

দিঘায় এবার মিলবে ডাইনোসর দর্শন, সাজিয়ে তোলা হচ্ছে ‘জুরাসিক পার্ক’ https://ift.tt/xJBke4w

দিঘায় কিছুদিন আগেই 'সত্যজিৎ রায় থিম পার্ক' গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার পর্যটকদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক ব্যবস্থা। খুদে পর্যটকদের কথা মাথায় রেখে সাজিয়ে তোলা হচ্ছে জুরাসিক পার্ক। প্রাচীন কিছু প্রাণীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে কচি-কাঁচারা। ভেঙে পড়া জুরাসিক পার্ককে আবার নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটকদের জন্য।সেজে উঠছে পার্কসংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল পার্কটি। আবার নতুন করে সায়েন্স সেন্টার দীর্ঘদিন বন্ধ থাকা জুরাসিক পার্ককে ঢেলে সাজিয়ে চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ২০১০ সালে বিজ্ঞান কেন্দ্রের পিছনের অংশে একটি বড় জায়গা নিয়ে এই বিনোদন পার্ক গড়ে তোলা হয়। সেখানে ডাইনোসরের উৎপত্তি, তার জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছুই 'লাইট অ্যান্ড সাউন্ড' পদ্ধতির মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা ছিল। নিয়ে পর্যটকদের মধ্যে যথেষ্ট আগ্রহও ছিল। বহু পর্যটক এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীরা সেখানে ভিড় জমাতেন। কিন্তু কয়েক বছর চলার পর নানা কারণে পার্কটি বন্ধ হয়ে যায়। নতুন করে উদ্যোগবর্তমানে ডাইনোসরের মডেলগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। পর্যটকদের পক্ষ থেকে পার্কটিকে ফের নতুন করে চালু করার দাবি তোলা হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালনায় সায়েন্স সেন্টারটি চলে। দিঘায় ওড়িশা সীমান্তের কিছুটা আগে অবস্থিত এই সায়েন্স সেন্টারে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও উৎসাহী পর্যটকেরা ভিড় জমান। এখানে রয়েছে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার, ইনোভেশন হাব, ফান সায়েন্স সহ অন্যান্য কয়েকটি সেন্টার। আগে যে পরিবেশের মধ্যে ঘোরাফেরা করে, তার উপযোগী জঙ্গলের পরিবেশ তৈরি করা হয়েছিল। লাইট অ্যান্ড সাউন্ডের বিশেষ পদ্ধতিতে ডাইনোসরের ভয়ঙ্কর ডাক শুনতে পেতেন দর্শকরা। পর্যটকদের জন্য দেওয়ালে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছিল। তবে পার্কটি রক্ষণাবেক্ষণের অভাবে মডেলগুলি ভেঙে পড়েছে। মাঝে 'যশ' ও 'আমফান' ঘূর্ণিঝড়ের পর পার্কটির অবস্থা আরও বেহাল হয়। জানা গিয়েছে, যেখানে পার্কটি ছিল, তার ঠিক পাশেই বহুতল হোটেল গড়ার কাজ শুরু হয়। হোটেলের পাশেই লাইট অ্যান্ড সাউন্ড সমৃদ্ধ এরকম একটি আইটেম আর চালাতে চায়নি কর্তৃপক্ষ। আরও বেশকিছু কারণে ধীরে ধীরে এটি বন্ধ হয়ে যায়। কী জানাচ্ছে কর্তৃপক্ষ?সায়েন্স সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, আমরা জুরাসিক পার্কটি নতুন করে সাজিয়ে আবার শুরু করার পরিকল্পনা নিয়েছি। বেশকিছু নতুন মডেল বসানো হবে। পার্কটি সংস্কার করা হবে। লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমকে আরও উন্নত করা হবে।আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে পর্যটকদের জন্যে জুরাসিক পার্কটি চালু করে দেওয়া যাবে। একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে জুরাসিক পর্ক দিঘাকে অন্যমাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/UP6Eldg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads