গুজরাটে 'বাঁ হাতি কায়রন পোলার্ড', চিনে নিন এই উইকেটকিপার ব্য়াটারকে https://ift.tt/w0G73H8 - MAS News bengali

গুজরাটে 'বাঁ হাতি কায়রন পোলার্ড', চিনে নিন এই উইকেটকিপার ব্য়াটারকে https://ift.tt/w0G73H8

IPL নিলামের শুরু থেকে শেষ পর্যন্ত টাকার বৃষ্টি হয়েছে। এখানে যেমন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স মিলে ৪৫ কোটি টাকা নিয়েছেন। তেমনই আনক্যাপড ভারতীয়রা চমক দিয়েছেন নিলাম টেবিলে। কোটি টাকা পকেটে পুরেছেন তাঁরা। ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়াররা কতটা লাভবান হচ্ছে তার প্রমাণ হচ্ছে এটা। আর সেই তালিকায় উপরের দিকে থাকবেন ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার রবিন মিনজ। এবার নিলামের শেষ বাজারে ২০ লাখ টাকার বেস প্রাইস থেকে ৩ কোটি ৬০ লাখ টাকায় তাঁকে দলে নিল গুজরাট টাইটান্স।ছোট শহর থেকে উঠে আসা রবিনের এই প্রথমবার আইপিএলের মঞ্চে পা রাখা নয়। তিনি চলতি বছর জুলাই মাসে মুম্বই ইন্ডিয়ান্সের ইউকে টুরের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেখানে তিনি মুম্বইয়ের হয়ে ট্রেনিংও করেন। মুম্বইয়ের স্কাউট তাঁকে ঘরোয়া ক্রিকেট থেকে তুলে আনেন। সেটাই তাঁর কপাল ঘুরিয়ে দিয়েছে। রঞ্জিতে এখনও অভিষেক করেননি তিনি। তবে নিলামে তাঁকে নিয়ে টানাটানি পড়ে গেল মুম্বই, চেন্নাই, গুজরাট ও হায়দরাবাদের মধ্যে। শেষে এই ২০ বছর বয়সি উইকেট কিপার ব্যাটারকে দলে নিল গুজরাট। রবিন মিনজকে ঝাড়খণ্ডে বাঁ হাতি বলা হয়। অর্থাৎ, পোলার্ডের বড় শট তিনি খেলতে পারেন। পোলার্ড যেমন অবলীলায় বড় শট নিতেন, সেটাই রবিন করতে পারেন। তবে পোলার্ডের সঙ্গে তাঁর পার্থক্য হচ্ছে তিনি বোলিংটা করতে পারেন না। রবিন হলেন ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী ক্রিকেটার যিনি আইপিএল খেলবেন। শেষ ছয় বছর ধরে তিনি গুমলার জেলার ক্রিকেট দলের হয়ে খেলছেন এবং ঝাড়খণ্ডের অনূর্ধ্ব ১৭ দলকেও প্রতিনিধিত্ব করেছেন। কেএস ভরতের জায়গায় রবিনগত দুই বছর দুই কিপারে খেলেছিল গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহা প্রথম কিপার হলেও ব্যাকআপ কিপার হিসেবে রাখা হয়েছিল কেএস ভরতকে। তবে গত দুই বছর তাঁকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি। এবার নিলামের আগে ভরতকে ছেড়ে দেওয়া হয়। তাই ভরতের জায়গায় রবিন মিনজকে দলে নিল তারা। অন্যদিকে কেএস ভরতকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার নিলাম থেকে মোট আটজন প্লেয়ারকে দলে নিয়েছে গুজরাট। যারমধ্যে পাঁচজন বোলার। অর্থাৎ, পেস আক্রমণকে এবার শক্তিশালী করতে চাইছেন আশিস নেহরা। বর্তমানে মহম্মদ সামি ও মোহিত শর্মা আছেন দলের প্রধান দুই পেসার হিসেবে। সেখানে উমেশ যাদব, কার্তিক ত্যাগী, স্পেনসার শর্মা যোগ দিলেন।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/4wVjv9k
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads