বিদেশের মাটিতে ফের অসহায় ভারত, ৫ উইকেটে জয় প্রোটিয়াদের https://ift.tt/WmZ7inN - MAS News bengali

বিদেশের মাটিতে ফের অসহায় ভারত, ৫ উইকেটে জয় প্রোটিয়াদের https://ift.tt/WmZ7inN

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয়লাভ করেছে। রিঙ্কু সিং এবং অধিনায়ক সূর্যকুমার যাদব হাফসেঞ্চুরি করেন। দুজনের ম্যাচে চতুর্থ উইকেটে ৪৮ বলে ৭০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেই সুবাদে টিম ইন্ডিয়া ১৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮০ রান করে। দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫ ওভারে ১৫২ রানের টার্গেট দেওয়া হয়। এই লক্ষ্য তারা ৭ বল বাকি থাকতেই হাসিল করে নেয়। আর এভাবেই প্রোটিয়ারা এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।রিঙ্কুর ঝোড়ো ইনিংসএই ম্যাচে রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। তিনি ৯ চার এবং ২ ছক্কা হাঁকানোর পাশাপাশি সূর্যকুমার যাদবের সঙ্গে একটা বড় রানের ভিত তৈরি করেন। সূর্যকুমার ৩৫ বলের ইনিংসে ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। তিনি তিলক বর্মার (২৯) সঙ্গে তৃতীয় উইকেটে ২৪ বলে ৪৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। চাপের মুখে এদিন তিলকও ২০ বলের ইনিংসে ৪ বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়েছেন। শেষের কয়েকটা ওভারে রবীন্দ্র জাদেজা ১৪ বলে ১৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েৎজি ৩.৩ ওভারে ৩২ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেছেন। তাবরেজ শামসি অবশ্য সবথেকে বেশি প্রভাবিত করেছেন। তিনি চার ওভারে ১৮ রান দিয়ে সূর্যকুমার যাদবের উইকেটটা শিকার করেন।ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে শুরুটা বেশ খারাপই করেছিল। দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল একটাও রান করতে পারেননি। মার্কো জেনসেনের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান যশস্বী। অন্যদিকে লিজাড উইলিয়ামসের বলে আউট হলেন শুভমান। ইতিমধ্যে ব্যাট করতে নেমেই একটা জীবনদান পান তিলক বর্মা। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিং টিম ইন্ডিয়ার রানের গতি অনেকটাই বাড়িয়ে দেয়। তৃতীয় ওভারে তিলক জেনসেনের বলে ছক্কা এবং তিনটে চার হাঁকিয়েছেন। টি-২০ ক্রিকেটে দু'হাজার রান সূর্যকুমার যাদবেরঅধিনায়ক সূর্যকুমার যাদব কোয়েৎজিকে জোড়া বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান। তিনি পঞ্চম ওভারে উইলিয়ামের বলে একটা রান নিতেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। এই ম্যাচে তিনি আবার হেলিকপ্টার শট হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করেছেন। কোয়েৎজি ষষ্ঠ ওভারে তিলকের ইনিংস শেষ করে ভারতকে তৃতীয় ধাক্কা দেন। এরপর কয়েকটা ওভার সূর্য এবং রিঙ্কু দেখেশুনে ব্যাট করছিলেন। ১১ ওভারে সূর্য জেনসনের বলে ছক্কা হাঁকাতেই ২৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন। ওভারের শেষ দুটো বলে আবার রিঙ্কু জোড়া বাউন্ডারি হাঁকায় এবং টিম ইন্ডিয়া শতরানের চৌকাঠে পা রাখে। তাবরেজ শামসির বলে বড় শট মারতে গিয়ে সূর্যকুমার বাউন্ডারি লাইনে জেনসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন। অধিনায়ক এইডেন মার্করামের বলে জীতেশ শর্মা (১) ছক্কা মারতে গিয়ে আউট হল। এই ওভারেই ১ রান নিয়ে রিঙ্কু আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি পূরণ করেন। রবীন্দ্র জাদেজা ব্যাট করতে নেমেছি জোড়া ছক্কা এবং কোয়েৎজির বলে ছক্কা হাঁকান। ১৯ ওভারের শেষ দুটো বলে ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কুও। শেষ ওভারে কোয়েৎজি জাদেজা এবং আর্শদীপকে (০) আউট করেন। এরপর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। কোয়েৎজি আর হ্যাটট্রিক পূরণ করার সূযোগ পেলেন না।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/Y79mMg2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads