Bangla News
Bengali Breaking News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/YQGasB6
ওড়িশা-ঝাড়খণ্ডের পর বাংলা, কল্যাণীর মদ কারখানায় হানা আয়কর দফতরের https://ift.tt/vlfSrTM

ওড়িশা এবং ঝাড়খন্ডে ৩০০ কোটি টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে বাংলার যোগ রয়েছে? নদিয়ার কল্যাণীর এক মদ কারখানায় আয়কর দফতরের তল্লাশির পরেই উঠছে সেই প্রশ্ন। জানা গিয়েছে, আয়কর দফতরের ৬ জনের একটি দল হানা দিয়েছে কল্যাণীর একটি মদ কারখানায়। সেই কারখানার সঙ্গে ওড়িশায় মদ কারখানায় টাকা উদ্ধারের ঘটনায় যোগসূত্র থাকতে পারে।জানা গিয়েছে, ‘অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড’ নামে ওই কারখানায় হানা দেয় আয়করের দফতরের এই টিম। সূত্রে জানা গিয়েছে, ওড়িশার মদ কারখানায় নগদ উদ্ধারের সঙ্গে নদিয়ার আয়কর হানার যোগসূত্র আছে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা পুরো কারখানাটিকে ঘিরে ফেলে। ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতর প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানার আধিকারিক ও কর্মীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও কারখানায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা বলে জানা গিয়েছে।সোমবার কল্যাণী পুরসভার ৫ নং ওয়ার্ডে এই কারখানায় হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। এই কারখানার সঙ্গে পড়শি রাজ্যের কারখানার যোগসূত্র পাওয়ার কারণেই এই হানা বলে জানতে পারা গিয়েছে। আরও জানা গিয়েছে, ২০১৫ সালে এই কারখানাটি নির্মাণ করা হয়েছিল। যাঁরা এই কারখানা নির্মাণ করেছিলেন, তাঁরা বর্তমানে এই কারখানার মালিক নন। তাঁরা এই কারখানা অন্য একটি সংস্থানকে হস্তান্তর করে দেন। বর্তমানে এই কারখানা ‘অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড কোম্পানির অধীন। উল্লেখ্য, এর আগে বৌধ ডিস্টিলারিজ়’ নামে একটি কারখানায় হানা দিয়েছিল আয়কর দফতরের কর্তারা। সেখান থেকে প্রথমে প্রায় ৩০০ কোটি টাকা উদ্ধার করেন আধিকারিকরা। সেই অর্থের উৎস সন্ধান করার সময় তদন্তকারীদের হাতে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর নাম উঠে আসে। তাঁর বাড়ি থেকেও কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই।প্রসঙ্গত, ওড়িশা এবং ঝাড়খণ্ডে আয়কর দফতরের হানা এবং টাকা উদ্ধারের ঘটনায় তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। এত পরিমাণ টাকার অঙ্ক এর আগে খুব কম উদ্ধার হয়েছে আয়কর দফতরের তল্লাশির ইতিসাসে। টাকার অঙ্ক ৩৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এর পাশাপাশি কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যেও শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বঙ্গ বিজেপি শিবির।
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/YQGasB6
Previous article
Next article
Leave Comments
Post a Comment