চা-বাগানের পাট্টা পাওয়া জমিতে হোম স্টে: মুখ্যমন্ত্রী https://ift.tt/UDQHC36 - MAS News bengali

চা-বাগানের পাট্টা পাওয়া জমিতে হোম স্টে: মুখ্যমন্ত্রী https://ift.tt/UDQHC36

এই সময়: বন্ধ চা-বাগানের জমি, বাড়তি জমি ফিরিয়ে নিয়ে চা-শ্রমিকদের পাট্টা দেওয়ার কথা রবিবারই আলিপুরদুয়ারে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাট্টা পাওয়া এই জমি হোম-স্টে, কিচেন গার্ডেন-সহ অন্য কাজেও ব্যবহার করা যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর চলতি উত্তরবঙ্গ সফরে ১৩ হাজার পাট্টা দেবেন মমতা। জলপাইগুড়ির বানারহাটে সোমবার চা-শ্রমিকদের হাতে জমির পাট্টা দিয়েছেন তিনি। পাট্টা পাওয়া এই জমিতে চা-শ্রমিকরা নিজেদের বাড়ি তৈরির পাশাপাশি পর্যটনের কাজেও তা ব্যবহার করতে পারবেন বলে মমতা এ দিন ঘোষণা করেছেন। তিনি বলেন, 'আমি জেলাশাসককে নির্দেশ দিচ্ছি যে চা-বাগানের বাড়তি জমি অবিলম্বে ফিরিয়ে নিতে হবে। এই জমি পাট্টা হিসেবে দিতে হবে। ছ'টি বন্ধ চা-বাগানকে আমরা নিয়ে নিচ্ছি। পাট্টার সঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছি। চা-শ্রমিকরা বাড়ি বানাতে পারবেন। চাইলে হোম-স্টে বানাতে পারবেন। কিচেন গার্ডেন করতে চাইলে করুন।'এতদিন চা সুন্দরী প্রকল্পে শ্রমিকদের জন্য বাড়ি তৈরি করে দিত রাজ্য। এখন এই প্রকল্পে তার বদলে এই টাকা দেবে সরকার। টাকা দিয়ে শ্রমিকরা যা চাইছেন, সেটাই করতে পারবেন। পাশাপাশি, উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বিভিন্ন শিল্পসংস্থা প্রায় ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বলেও মমতা জানিয়েছেন। পাট্টা পাওয়া জমিতে হোম-স্টে হলে পর্যটন শিল্প প্রসারের সঙ্গেই কর্মংস্থানের সুযোগ বাড়বে বলে আশা রাজ্যের।ছোট উদ্যোগীদের জন্য রাজ্য সরকার আর্থিক সহায়তার যে বন্দোবস্ত করেছে, তা-ও পর্যটনের বিকাশে সাহায্য করবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'এখানে অনেক হোম-স্টে হচ্ছে। আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি। যদি দোকান, বিউটি পার্লার, , চায়ের দোকান করতে চান, এই প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পাবেন।' চা-বলয়ে আদিবাসীদের নামে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে বলে আলিপুরদুয়ারে অভিযোগ করেছিলেন মমতা। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের খোঁজে সরকার সমীক্ষা শুরু করেছে বলেও জানান তিনি। সোমবার মমতা বলেন, 'আমরা ২৫০ জায়গায় তদন্ত করেছি। ৩৫ টি ফেক সার্টিফিকেট পাওয়া গিয়েছে। ফেক সার্টিফিকেট নিয়ে কারও কাছে তথ্য থাকলে আমাদের জানান, আমরা সংশোধন করব।'


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/8nNMoVT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads