Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Ye5vzgC
শেষ ব্রেকের পরও সুপার স্টেডি চন্দ্রযান-৩, চাঁদে অবতরণের দিনক্ষণ ঘোষণা ইসরোর https://ift.tt/eyitSRp

এই মুহূর্তে ১৪০ কোটি ভারতবাসী প্রতীক্ষা করে রয়েছে কবে চাঁদ ছোঁবে। ইতিমধ্যেই গতি কমিয়ে একেবারে চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারতের এই মহাকাশযান। এবার কবে চাঁদের বুকে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩, সেই দিনক্ষণও ঘোষণা করল ISRO।ISRO-র শেষ ডি বুস্টিং সম্পন্ন হওয়ার পর চন্দ্রযান ৩ অবস্থান করছে ২৫ কিমি x ১৩৪ কিমি কক্ষপথে। এরপর শুধু সূর্য ওঠার প্রতীক্ষা। আগামী ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩। অর্থাৎ প্রত্যাশা মোতাবেকই কাজ করছে ল্যান্ডার বিক্রম।ISRO-র তরফে জানানো হয়েছে, ল্যান্ডারটির অবস্থা সুস্থ সবল রয়েছে। সমস্ত কিছুই চলছে পরিকল্পনা মোতাবেক। চাঁদের কাছাকাছি পৌঁছনোর পর ল্যান্ডার বিক্রমের গতি একধাক্কায় কমিয়ে দেওয়া হয়েছিল। এরপরেই অনুষ্ঠিত হয় শেষ ডি বুস্টিং।গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ভারতের চন্দ্রযান ৩।আপাতত তা এক মাসের বেশি সময় নিয়ে পৌঁছে গিয়েছে চাঁদের ঠিকানায়। কেন দক্ষিণ মেরুতেই অবতরণের জন্য বেছে নিল ISRO?এর আগে বিশ্বের তিনটি দেশ চিন, রাশিয়া এবং আমেরিকা চাঁদ জয় করতে পেরেছে। আর এই তিন দেশই দক্ষিণ মেরু স্পর্শ করতে পারেনি। সেক্ষেত্রে ভারত যদি রাশিয়ার লুনা ২৫-এর আগে অবতরণ করতে পারে সেক্ষেত্রে তা দেশবাসীর জন্য বড় সাফল্য।দ্বিতীয়ত, অবতরণের পর ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান এবং তা চাঁদে পরীক্ষা চালাবে। চাঁদের দক্ষিণ মেরুতে একাধিক বড় গর্ত রয়েছে। সেখানে কোনওভাবে দামি কোনও খনিজ পদার্থ লুকিয়ে রাখা হয়েছে কিনা সেই বিষয়ে চালানো হবে অনুসন্ধান। তাৎপর্যপূর্ণভাবে, ISRO-র চন্দ্রযানের সফল অবতরণের জন্য প্রয়োজন সূর্যের আলোর। সূর্যের আলো পাওয়ার পরেই সফট ল্যান্ড করবে ল্যান্ডার বিক্রম। তা চাঁদে ১৪ দিন পর্যন্ত পরীক্ষা চালাতে সক্ষম। এর আগে প্রথম ২০০৯ সালে চন্দ্রযান ১ মিশন করে ISRO। কিন্তু, তা ব্যর্থ হয়েছিল। এরপর ২০১৯ সালে চন্দ্রযান ২ মিশন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু, চাঁদের খুব কাছাকাছি গিয়েও সেই মিশনও সফল হয়নি। এখন দেশবাসীর চোখ আটকে ISRO-র মুন মিশন ৩-এ।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Ye5vzgC
Previous article
Next article
Leave Comments
Post a Comment