Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/KqvJuwM
বাড়তি গতিই হল কাল? চন্দ্রযান ৩-এর আগে চাঁদে পৌঁছতে গিয়ে বড়সড় বিপদে লুনা ২৫ https://ift.tt/yRTqu8O

চন্দ্রযান-৩ রওনা হতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল রাশিয়া। চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল রুশ মহাকাশযান লুনা-২৫। টার্গেট ছিল, ভারতের চন্দ্রযানের আগেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে পুতিনের দেশের এই যান। কিন্তু, চাঁদের নামার মুখে বিপত্তি। জানা গিয়েছে, শনিবার বিপদের মুখে পড়েছে লুনা-২৫। তবে কি তাড়াহুড়ো করতে গিয়েই সর্বনাশ ডেকে আনল রাশিয়া? শনিবার চাঁদের কক্ষপথে শেষ ল্যাপে বিপদের মুখে পড়েছে রাশিয়ার লুনা-২৫। সে দেশের মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, চাঁদের কক্ষপথে এগনোর সময় জরুরুকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। লুনা ২৫-কে পরবর্তী কক্ষপথে ঠেলে দেওয়ার সময় এই এমারজেন্সি তৈরি হয়েছে। ফলে নতুন কক্ষপথে ঠেলে দেওয়া সম্ভব হয়নি এই যানটিকে।'দীর্ঘ ৫০ বছর পর রাশি ফের একবার চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে। গত বুধবার চাঁদের কক্ষপথে সফলভাবে ঠেলে দেওয়া হয় রাশিয়ার লুনা ২৫-কে। মাত্র কয়েকদিন আগেই রাশিয়ার ভসস্তোচনি কসমোড্রোম স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় লুনা ২৫-কে। কিন্তু, বাড়তি গতিই কি কাল হয়ে দাঁড়াল? ভারতের চন্দ্রযান ৩-এর আগেই চাঁদের পৌঁছনোর চ্যালেঞ্জ নিয়েছিল লুনা ২৫। কিন্তু, এই রেসে বিপদের সম্মুখীন হল রুশ মহাকাশযানটি। যদিও রসকসমস জানায়নি, এই জরুরিকালীন অবস্থার জন্য লুনা ২৫-এর ল্যান্ডিং বিলম্বিত হবে কি না। চাঁদের দক্ষিণ মেরুতে আগামী সোমবার ২১ অগাস্ট নামার টার্গেট ছিল তার। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি রসকসমস থেকে। উল্লেখ্য, গত জুন মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রসকসমসের প্রধান ইউরি বরিসভ বলেন, 'এই ধরণের মিশনগুলি সাধারণত ঝুঁকিপূর্ণ হয়। ৭০ শতাংশ সম্ভবনা রয়েছে রাশিয়ার এই মুন মিশন সফল হবে।'আগামী এক বছর চাঁদে ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে লুনা ২৫-এর। চাঁদের মাটি, পাথর এবং আবহাওয়া নিয়ে গবেষণা করবে লুনা-২৫। এদিরে, লুনা ২৫-এ লাগানো ক্যামেরাগুলি ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে ঘুরপাকের সময় চাঁদ ও পৃথিবীর একাধিক ছবি তুলে রসকসমসকে পাঠিয়েছে।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/KqvJuwM
Previous article
Next article
Leave Comments
Post a Comment