১৫ বছর পার, আর কতদিন চলবে কোহলি 'সরকার'? জানুন https://ift.tt/qGK8smp - MAS News bengali

১৫ বছর পার, আর কতদিন চলবে কোহলি 'সরকার'? জানুন https://ift.tt/qGK8smp

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুক্রবার (১৮ অগাস্ট, ২০২৩) আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ করেছেন। বিরাট কোহলি ক্রিকেট বিশ্বের অন্যতম সফল ব্যাটারদের মধ্যে একজন। তিনি ইতিমধ্যেই একাধিক রেকর্ড কায়েম করেছেন। এই পরিস্থিতিতে ৩৫ বছর বয়সি বিরাট আর কতদিন ক্রিকেট বিশ্ব শাসন করবেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা একটি চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছেন। বিরাটের ছোটবেলার কোচ করলেন বড় মন্তব্যকোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা বললেন যে বিরাটের ফিটনেস এবং দুর্দান্ত ফর্মের কথা মাথায় রেখে বলা যেতেই পারে যে এখনও কমপক্ষে আগামী ৫ বছর ও খেলতে পারবে। একটি ইউটিউব চ্যানেলে রাজকুমার বললেন, 'বিরাট ঈশ্বরের দান। ও যখন আমার অ্যাকাডেমিতে এসেছিল, তখন অন্যদের থেকে সবসময়ই ভালো পারফরম্যান্স করত। ওকে যে দেখেছে, সেই একবাক্যে স্বীকার করেছে যে ছেলেটা অনেক দূর যাবে। এটা ওর প্রতিভা এবং কঠিন পরিশ্রমেরই ফসল। এটাই ওকে আজ এই পর্যায়ে তুলে এনেছে। ওকে দেখে দেশের তরুণ ক্রিকেটারদের শেখা উচিত। ঈশ্বরই ওকে যাবতীয় ক্রিকেট টেকনিক দিয়ে পাঠিয়েছে। আপাতত আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থণা করব যে আগামী ৫ বছর ও যেন খেলতে পারে। ভারতীয় ক্রিকেট দলের নাম আরও উজ্জ্বল করতে পারে।'কত নম্বরে ব্যাট করা উচিত বিরাটের?সম্প্রতি একটি বিতর্ক ভারতীয় ক্রিকেটমহলে কান পাতলেই শোনা যাচ্ছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলির কত নম্বরে ব্যাট করা উচিত। কেউ বলছেন তিন নম্বরে, কেউবা আবার চারে। এই প্রসঙ্গে রাজকুমারকে প্রশ্ন করা হলে তিনি বললেন, বিরাট তিন নম্বরেই সবথেকে ভালো ব্যাট করতে পারবেন। তিনি আরও যোগ করেন, 'বিরাট যখন অধিনায়ক ছিল, তখন দলের স্বার্থে অনেকবারই নিজের ব্যাটিং অর্ডারের বলিদান দিয়েছিল। বেশ কয়েকবার ইনিংস ওপেন করার পাশাপাশি চার নম্বরেও ব্যাট করতে নেমেছেন। যখন বিরাট গোটা বিশ্বে সেরা তিন নম্বর ব্যাটার, তখন ওকে ওখানেই ব্যাট করতে দেওয়া উচিত। কেন খামোখা ওর ব্যাটিং অর্ডার বদলানো হবে?'বিরাট ৩ নম্বরে ব্যাট করতে নামলে টিম ইন্ডিয়ারই সুবিধারাজকুমার শর্মা আরও বললেন, 'বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করার কারণে গোটা দলেরই যথেষ্ট সুবিধা হয়েছে। যেভাবে ও নিজের ইনিংসটা পরিকল্পনা করে এবং দলের অন্য ব্যাটারদের সঙ্গে নিয়ে এগিয়ে যায়, সেটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। ও যখন তিন নম্বরেই এত রান করেছে, তখন ব্যাটিং অর্ডার বদলানোর দরকারটাই বা কী? আমার মনে হয় না, এটা নিয়ে আর আলোচনা করা উচিত হবে।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/XTD0gJ1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads