পুর-দুর্নীতিতে কেন সিবিআই? সুপ্রিমে রাজ্য https://ift.tt/Z6YkwNo - MAS News bengali

পুর-দুর্নীতিতে কেন সিবিআই? সুপ্রিমে রাজ্য https://ift.tt/Z6YkwNo

এই সময়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্যে রাজ্য পুলিশই যথেষ্ট ছিল, তার পরেও কেন সিবিআই-ইডি এই তদন্তের জন্যে লাফিয়ে পড়ছে--শীর্ষ আদালতে দায়ের মামলায় এমনই প্রশ্ন তুলল রাজ্য সরকার৷ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্য সরকারের তরফে সওয়ালে প্রবীণ আইনজীবী কপিল সিবালের প্রশ্ন, 'কথায় কথায় সিবিআই-ইডির প্রয়োজন কী? যদি দুর্নীতি কিছু হয়ে থাকে তা হলে তার তদন্ত করার প্রাথমিক দায়িত্ব রাজ্য পুলিশের৷ এই ক্ষেত্রে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় সংস্থার হাতে দেওয়ার কারণ কী?' এর পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর দাবি, 'প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে৷ এই দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেআইনি আর্থিক লেনদেনেরও সন্ধান পেয়েছে। পুরসভায় নিয়োগে দুর্নীতির তদন্ত চলছে৷ তদন্তের স্বার্থেই সব নথি এখনই আদালতে পেশ করা যায়নি৷' নথিপত্র জমা পড়ার পর সোমবার ফের শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/L3CFmYA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads