র‍্যাগিংয়েই মৃত্যু হয়েছে ছেলের, অভিযোগ বাবার https://ift.tt/2VgT98n - MAS News bengali

র‍্যাগিংয়েই মৃত্যু হয়েছে ছেলের, অভিযোগ বাবার https://ift.tt/2VgT98n

এই সময়, বারাসত: যাদবপুর নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তখন অন্ধ্রপ্রদেশের একটি ইউনিভার্সিটিতে এক বাঙালি ছাত্রের র‍্যাগিংয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন খোদ মৃত ছাত্রের বাবা। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বাসিন্দা সুদীপ চৌধুরীর একমাত্র ছেলে সৌরদীপ চৌধুরী। মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সৌরদীপ অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বিজয়ওয়াড়ায় কেএল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। ১৭ জুলাই হস্টেলে উঠেছিলেন। ২৪ জুলাই কোতয়ালিতে খবর আসে হস্টেলের ১১তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন সৌরদীপ। পরের দিনই সুদীপ বিজয়ওয়াড়ায় চলে যান। সুদীপ গোড়া থেকেই ছেলে আত্মহত্যা করেছে মানতে চাননি। বিজয়ওয়াড়ায় গিয়ে সুদীপ জানতে পারেন একটি হাসপাতালের মর্গে ছেলের দেহ রাখা আছে। সুদীপের কথায়, 'হাসপাতালে পুলিশের পোশাকে কয়েকজনকে দেখি। আমি থানায় যেতে চাইলে ওরা যেতে দেয়নি। সাদা কাগজে অভিযোগ জানাই। কিন্তু কোনও রিসিভ কপি পাইনি। ময়নাতদন্তের কোনও ভিডিয়োগ্রাফিও সম্ভবত নেই। ছেলের সহপাঠী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও আমাদের দেখা করতে দেওয়া হয়নি।' ছেলের দেহ নিয়ে এসে কলকাতায় শেষকৃত্যের পর থেকে বারাসতের নবপল্লিতে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে রয়েছেন সুদীপ। নবপল্লির বাড়িতে বসে সুদীপ এ দিন অভিযোগ করেন, '১১তলা থেকে পড়লে যে রকম আঘাতের চিহ্ন থাকা উচিত, তা ছিল না। আমার ছেলের পাঁচ-ছ'টি দাঁত ছিল না। বাঁ দিকের গালে আঘাতের চিহ্ন ছিল।' তাঁর অভিযোগ, র‍্যাগিংয়ের শিকার সৌরদীপ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। সুদীপ বলেন, 'আমাকে ফোন করে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই লিখতে বলা হয়। আমি লিখব না বলে জানাই। টাকা ফেরত দিতে না বললেও ওরা জোর করে ছেলেকে ভর্তির টাকা পাঠিয়ে দেয়। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের তরফে আর কেউ যোগাযোগ করেনি।' ঘটনার পর থেকে সৌরদীপের মা খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। কথা বলছেন না। সৌরদীপের বাবা সুদীপ বললেন, 'আমি খুব ক্লান্ত। ছেলের খুনের বিচার চাই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, লোকসভার স্পিকারকে অভিযোগ জানিয়েছি। আমি চাই এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক। তারা শাস্তি পাক।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Ze2hlEU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads