৩৩ হাজার ডলার ঘুষের নালিশ ওষুধ সংস্থার নামে https://ift.tt/F9JejzB - MAS News bengali

৩৩ হাজার ডলার ঘুষের নালিশ ওষুধ সংস্থার নামে https://ift.tt/F9JejzB

তাসকেন্ট: গত বছর ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে ৬৫ জন শিশুর মৃত্য হয়েছিল বলে অভিযোগ ছিল উজবেকিস্তানের। তা নিয়ে সে দেশে ভারতীয় ফার্মাসিটিকাল সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। সেই মামলার শুনানিতে বুধবার উজবেক সরকারের কৌঁসুলি সইদকরিম আকিলোভ জানিয়েছেন, ভারতীয় ওই ওষুধ নির্মাণকারী সংস্থার উজবেকিস্তানের ডিস্ট্রিবিউটর কুরাম্যাক্স মেডিক্যালের সিইও সিং রাঘবেন্দ্র প্রতার ৩৩ হাজার ডলার ঘুষ দিয়ে সে দেশে এই ওষুধ সরবরাহ করেছেন। অভিযুক্তদের মধ্যে তিনিই একমাত্র ভারতীয়, বাকিরা সকলেই উজবেক নাগরিক। এর মধ্যে সাত জন অভিযুক্ত তাদের দোষ স্বীকার করেছে। কিন্তু কেন এই 'ঘুষ?'সে দেশের সরকারি কৌঁসুলি দাবি করেন, যে কোনও ওষুধ দেশে আনার সময়ে একটা 'বাধ্যতামূলক টেস্ট' থাকে। সেটা যাতে করতে না হয়, সে জন্যই প্রতার এই ঘুষ দিয়েছিলেন। সেই টেস্টেই দেখা হয়, ওষুধটির সব রকম প্যারামিটার্স ঠিক আছে কি না। তার পরে 'স্ট্যান্ড্যারাইজেশন' করে ছাড়পত্র মেলে। এ ক্ষেত্রে সে পরীক্ষা যাতে না হয়, সে জন্যই ঘুষ দেন পত্রার।যদিও পত্রার ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে টাকা দেওয়ার কথা মেনে নিয়েছেন। তিনি আদালতে দাবি করেন, 'টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন' হিসেবে তিনি কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে সে টাকা সরকারি অফিসারদের দিয়েছিলেন। কিন্তু তার পরে সেই টাকা কী ভাবে ব্যয় হয়েছে, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/EW5UQiZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads