Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/iOWmBhk
ধূপগুড়ির উপনির্বাচনে ৪০ জন তারকাকে মাঠে নামাবে বিজেপি https://ift.tt/TJzWcYh

এই সময়: ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপির প্রচারের মুখ অনন্ত মহারাজ। সদ্য তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। সূত্রের খবর, তাঁকে ভোট-প্রচার পর্বে ধূপগুড়িতে ঘাঁটি গাড়ার নির্দেশ দিয়েছে দল। রাজবংশী ভোটারদের পাশে পেতেই বিজেপির এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। এ ছাড়াও, সুকান্ত মজুমদার, , দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য-সহ চল্লিশ জন তারকা প্রচারককে দফায় দফায় উত্তরবঙ্গের ধূপগুড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্ম-শিবির। তারকা প্রচারকদের তালিকায় রাখা হয়েছে, অমিত মালব্য, সুনীল বনসল, মঙ্গল পাণ্ডের মতো দলের কেন্দ্রীয় নেতাদেরও। সাধারণত, কোনও উপ-নির্বাচনের ভোট প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতাদের অংশ নিতে দেখা যায় না। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। ধুপগুড়িতে ভোট প্রচারের জন্য দলের অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে একটি টিমও তৈরি করা হয়েছে। তাঁদের উত্তরবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।মাত্র একটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন নিয়ে বিজেপির এত তৎপরতা কেন? গেরুয়া শিবিরের একাংশের দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের উপরেই বাজি ধরেছেন অমিত শাহরা। তাঁরা বিলক্ষণ জানেন, দক্ষিণবঙ্গে বিজেপির হাওয়া অনেকটাই স্তিমিত। তুলনায় উত্তরবঙ্গে দলের সংগঠন অনেকটা ভালো। পঞ্চায়েত ভোটেও দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। সেই ধারা বজায় রাখতেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি যেনতেনপ্রকারে নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, 'ধূপগুড়িতে জিততে না পারলে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আমাদের বড়সড় খেসারত চোকাতে হবে। এই উপ-নির্বাচনের ফলাফলই লোকসভা ভোটে উত্তরবঙ্গের রাজনৈতিক ন্যারেটিভ ঠিক করবে।' দলের অন্দরের খবর, ২০২১ বিধানসভা নির্বাচন পরবর্তীতে পরিস্থিতিতে ধূপগুড়িতে রাজনৈতিক সমীকরণ পাল্টেছে। ওই এলাকায় নিচুতলার বিজেপি কর্মীদের একাংশ বসে গিয়েছেন বলে খবর। এমনকী, গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে স্থানীয় কোনও বিজেপি নেতাকে টিকিট দেননি শীর্ষ নেতৃত্ব। তাতে অবশ্য দলের অন্দরের রেষারেষি ধামাচাপা দেওয়া যায়নি। বৃহস্পতিবারও ধূপগুড়িতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় প্রার্থী তাপসী রায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনই দলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বিড়ম্বনায় ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। বিষয়টি হাতিয়ার করে তৃণমূলও টুইট করেছে। এদিকে, অনন্ত মহারাজকে ভোট-প্রচারের অন্যতম মুখ করায় ধূপগুড়ির আরএসএস নেতা-কর্মীরা কতটা সক্রিয়ভাবে ময়দানে নামবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, অনন্তকে রাজ্যসভায় প্রার্থী করার প্রশ্নেই ঘোর আপত্তি ছিল সঙ্ঘের। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল দখলদারির রাজনীতি করে। ফলে উপ-নির্বাচনে বিরোধীদের পক্ষে খুবই কঠিন লড়াই। তাই আমরা প্রচারে এত জোর দিয়েছি।' ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপ-নির্বাচন। ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় মারা যাওয়ার কারণেই উপ-নির্বাচন হচ্ছে।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/iOWmBhk
Previous article
Next article
Leave Comments
Post a Comment