ভারতের জয়ে হাসি পাকিস্তানের, কোন অঙ্কে বেঁচে সুপার এইটের স্বপ্ন? https://ift.tt/Avs0lgG - MAS News bengali

ভারতের জয়ে হাসি পাকিস্তানের, কোন অঙ্কে বেঁচে সুপার এইটের স্বপ্ন? https://ift.tt/Avs0lgG

এবার টি-২০ বিশ্বকাপে গ্রুপ A-তে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। বিশেষজ্ঞরা সুপার এইটে যেই দলগুলোকে দেখেছেন তাদের মধ্যে ছিল পাকিস্তান। কিন্তু গ্রুপস্তরে পরপর দুটো ম্যাচে হেরে গিয়ে পাকিস্তান চাপে পড়ে। কানাডাকে পরাস্ত করতে পারলেও তাদের সুপার এইটে যেতে গেলে ভরসা ছিল ভারত। অর্থাৎ, রোহিতরা আমেরিকাকে হারাতে পারলে বেঁচে থাকত পাকিস্তানের স্বপ্ন। সেটাই হল। আমেরিকাকে এদিন ভারত হারানোয় পাকিস্তানের সুপার এইটের আশা বেঁচে রইল। আমেরিকা পরপর দুটো ম্যাচ জিতে তাদের বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল আর পাকিস্তান শুরু করেছিল পরপর দুটো ম্যাচ হেরে। তৃতীয় ম্যাচে এসে আমেরিকা পরাস্ত হয় আর পাকিস্তান জেতে। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকা দুটো দল সুপার এইটে প্রবেশ করবে। ভারত প্রবেশ করার পর গ্রুপ A থেকে বাকি আর একটা জায়গা। সেখানে আমেরিকা সবার আগে রয়েছে। এবার তারা ভারতের কাছে হারায় অক্সিজেন পেল পাকিস্তান। কীভাবে? পাকিস্তানের আর বাকি রয়েছে একটা ম্যাচ। তাদের পয়েন্ট ২। সেই ম্যাচে যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৪। আর তিনটে ম্যাচ খেলে এবার আমেরিকার পয়েন্ট হচ্ছে ৪। যদি আমেরিকা তাদের শেষ ম্যাচে হেরে যায় আর পাকিস্তান তাদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জেতে তাহলে পাকিস্তান বিশ্বকাপের সুপার এইটে প্রবেশ করবে। ভারতের ভূমিকা কী?ভারতের ভূমিকা হচ্ছে নেট রান রেটের দিক থেকে। ভারত বনাম আমেরিকা ম্যাচের আগে আমেরিকার নেট রান রেট ম্যাচের আগে ছিল +০.৬২৬ ও ভারতের ছিল +১.৪৫৫। আর ম্যাচের পর আমেরিকার নেট রান রেট +০.১২৭। আমেরিকার নেট রান রেট প্রায় ০.৫০০ পয়েন্ট কমা পাকিস্তানের কাছে সুবিধার। কারণ পাকিস্তান তাদের শেষ ম্যাচ জিতলে ও আমেরিকা তাদের শেষ ম্যাচ হারলে দেখা হবে নেট রান রেট। সেক্ষেত্রে ভারতের কাছে আমেরিকার হারের ফলে আমেরিকার নেট রান রেট কম। এতে পাকিস্তানের সুবিধা হল। তবে তারা যদি তাদের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে না পারে তাহলে এই হিসেব নিকেশ কোনও কাজে দেবে না। পাকিস্তানের পরের ম্যাচ ১৬ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে পদস্খলন হলে লজ্জায় বিশ্বকাপ থেকে ফিরতে হবে বাবর আজমদের।


from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/xuw7ard
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads