Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/4RYFI7t
UPSC পরীক্ষার জন্য বিশেষ মেট্রো পরিষেবা, রইল সময়সূচি https://ift.tt/XFA4Ozc
ফের একবার যাত্রীদের স্বার্থে বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। এবার UPSC পরীক্ষার জন্য দেওয়া হবে বিশেষ পরিষেবা। আগামী রবিবার রয়েছে UPSC পরীক্ষা। আর সেই জন্য বিশেষ পরিষেবার আয়োজন করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রোর তরফে এই কথা জানান হয়েছে। মেট্রো জানাচ্ছে ওই দিন ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে সকাল ৭টা থেকে শুরু হবে পরিষেবা। আপ ও ডাউন মিলিয়ে ১৩০টির পরিবর্তে মোট ১৩৮টি পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে আবার ১৩৩টি পরিষেবা আবার ছাড়বে ও পৌঁছবে দক্ষিণেশ্বরে। তবে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো। এক নজরে দেখে নেওয়া যাক আগামী রবিবারের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি।
প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৭টা (৯টার পরিবর্তে)দমদম থেকে কবি সুভাষ সকাল ৭টা (৯টার পরিবর্তে)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টা ১৫ মিনিট (৯টার পরিবর্তে)দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল সাড়ে ৭টা (৯টার পরিবর্তে)শেষ পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি ৯টা ২৭ (কোনও পরিবর্তন নেই)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ২৮ (অপরিবর্তিত)দমদম থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ৪০ (কোনও পরিবর্তন নেই)কবি সুভাষ থেকে দমদম (অপরিবর্তিত)চাকরি প্রার্থীদের সুবিধার্থেই এই ব্যবস্থা
ইউপিএসসি অন্যতম গুরুত্বপূর্ণ একটি চাকরির পরীক্ষা। বহু ছেলেমেয়েই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চাকরি প্রার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণে বিশেষ এই পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মূলত ইউপিএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই পরিষেবার আয়োজন করা হলেও অন্যান্য যাত্রীরাও এর সুবিধা নিতে পারবেন। উল্লেখ্য, সারাবছরই সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বছরের বিশেষ বিশেষ দিনে বা ইভেন্টে দেওয়া হয় স্পেশ্যাল সার্ভিস। যেমন পুজোর সময় রাতভর চলে মেট্রো। আবার বিশেষ কোনও খেলা থাকলেও রাতের দিকে চালান হয় বাড়তি মেট্রো। আর সম্প্রতি তো ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে রাতের দিকে মেট্রো চলাচল শুরু হয়েছে। সোমবার থেকে শুক্র প্রতিদিন রাত ১১টায় দেওয়া হচ্ছে এই পরিষেবা।from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/4RYFI7t
Previous article
Next article
Leave Comments
Post a Comment