যদু বংশের দাপটেই ধ্বংস প্রোটিয়ারা, রেকর্ড গড়ে জয় ভারতের https://ift.tt/ySjiAw5 - MAS News bengali

যদু বংশের দাপটেই ধ্বংস প্রোটিয়ারা, রেকর্ড গড়ে জয় ভারতের https://ift.tt/ySjiAw5

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হয়ে গেল। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল একতরফা জয় হাসিল করেছে। দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়ে গেল। ভারতীয় বোলারদের সামনে প্রোটিয়া ব্যাটাররা কার্যত নতিস্বীকার করে নেন। আফ্রিকার কোনও ব্যাটারই এই ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেননি। সেকারণেই এই ম্যাচে তারা ধরাশায়ী হয়ে যায়। তৃতীয় টি-২০ ম্যাচে কুলদীপ যাদবের ম্যাজিক দেখার মতো ছিল। তিনি একাই অর্ধেক প্রোটিয়া দলকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। দুর্দান্ত শতরান করলেন সূর্যকুমার যাদবদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল বিশাল বড় ব্যবধানে জয় হাসিল করেন। এই ম্যাচটা ভারতীয় ক্রিকেট দলের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। যদি টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যেত, তাহলে সিরিজটাও হাতছাড়া করতে হত। কিন্তু, ভারত দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচেই সবথেকে বড় ব্যবধানে পরাস্ত করে। এই ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। তিনি শতরান করে ভারতীয় ক্রিকেট দলের জয়ের ভিতটা মজবুত করেন। পাশাপাশি যশস্বী জয়সওয়ালও দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি উপহার দেন। আর এই দুই ব্যাটারের মধ্যে শতরানের পার্টনারশিপের দৌলতেই ভারতীয় ক্রিকট দল শেষপর্যন্ত ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে এটাই টিম ইন্ডিয়ার সবথেকে বড় ব্যবধানে জয়।বল হাতে ভারতের পারফরম্যান্সভারতীয় পেস বোলারদের মধ্যে মুকেশ কুমার এবং আর্শদীপ সিং একটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া রবীন্দ্র জাদেজাও জোড়া উইকেট নেন। এই ম্যাচে মহম্মদ সিরাজ একটাও উইকেট শিকার করতে পারেননি বটে, কিন্তু প্রোটিয়া ব্যাটারদের তিনি যথেষ্ট চাপে রেখেছিলেন। সিরাজ প্রথম ওভারে একটাও রান দেননি। মেডেন ওভারের কারণে দক্ষিণ আফ্রিকা আরও চাপের মুখে পড়ে যায়। প্রসঙ্গত, প্রোটিয়াদের মাত্র ৩ ব্যাটারই এই ম্যাচে দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাকি ৮ ক্রিকেটার এক অঙ্কের রানেই আউট হয়ে যান। এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলারদেরও যথেষ্ট দাপট দেখতে পাওয়া যায়। আগামী রবিবার থেকে একদিনের সিরিজ শুরু হতে চলেছে। ভারতীয় সময় অনুসারে বেলা দেড়টা থেকে এই ম্যাচ শুরু হবে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/TIwXxqf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads