ফের ভেস্তে যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ? শেষ ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি https://ift.tt/HjvrxC7 - MAS News bengali

ফের ভেস্তে যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ? শেষ ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি https://ift.tt/HjvrxC7

সিরিজ বাঁচাতে আজ তৃতীয় টি-২০ খেলতে নামছে ভারত। বৃষ্টির জন্য় প্রথম ম্যাচ ভেস্তে যাওয়া, দ্বিতীয় ম্যাচে হারের পর এবার তৃতীয় ম্যাচটা ডু অর ডাই। এই ম্যাচটা জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে আর হারলে সিরিজ হেরে ফিরতে হবে। সব মিলিয়ে কঠিন সময়ে টিম ইন্ডিয়া। আর এই ডু অর ডাই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।জোহানেসবার্গের ওয়ান্ডারাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজে ভারতে বোলিং জ্বলে উঠতে পারেনি এখনও। ব্য়াটাররা রান পেলেও বোলাররা সেই রান ধরে রাখতে পারছেন না। ফলে গত ম্যাচটা ছাড়তে হয়েছে। বোলাররা জ্বলে না উঠলে গোটা সিরিজেই হাত কামড়াতে হবে ভারতকে। তবে গত ম্যাচ হারের অন্যতম কারণ হচ্ছে বৃষ্টি। DLS নিয়মে পাঁচ উইকেটে হারতে হয়েছে ভারতকে। কেমন থাকবে আবহাওয়া? দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দিন থেকে আবহাওয়া নিয়ে চর্চা ছিল। কারণ এই সময়টা দক্ষিণ আফ্রিকায় বৃষ্টি হয়। দুটো ম্য়াচের দিন এই ছবি দেখা গিয়েছিল। প্রথম ম্যাচটায় টস হয়নি আর দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির জন্য পুরো হতে পারেনি। ফলে এই ম্যাচটা চিন্তার। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যচের দিন বৃষ্টি হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২০। যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই তাই এই ম্যাচে দুই দলের তুল্যমূল্য লড়াই দেখার আশায় রয়েছেন সমর্থকরা।পিচ রিপোর্টওয়ান্ডার্সের পিচ সবসময় ব্যাটারদের প্রিয় ছিল। এই স্টেডিয়ামে ম্যাচগুলোয় দল সহজেই ১৫০ রান পেরিয়েছিল। এই পিচে প্রথম ইনিংসে ব্যাট করা দলের গড় ১৭৩ রান। রান তাড়া করা দল এখানে ১৭ বার জিতেছে আর প্রথমে ব্যাট করা দল ১৫ বার জিতেছে। ফলে ব্যাটিং সহায়ক পিচে ব্যাটাররা তো সুবিধা পাবেনই। এরসঙ্গে এটা বোলারদের কাছে একটা বড় চ্যালেঞ্জে বড় রানের থেকে আটকে রাখা। বোলাররাও নিজেদের প্রমাণের সুযোগ পাাবেন।দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারানো ভারতের কাছে বরাবরই একটা শক্ত গাঁট। তারউপর এই দলটা এবার নতুন। বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের নিয়ে দল তৈরি করে তাদের খেলানো হচ্ছে। ফলে চ্য়ালেঞ্জটাও বেশি। এই সিরিজেই কার্যত ঠিক হয়ে যাবে কোন কোন প্লেয়ারকে বিশ্বকাপের জন্য শর্টলিস্ট করা হবে। এরপর অবশ্য আফগানিস্তান সিরিজ রয়েছেও।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/gEO4iBT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads