বিরাটের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী? https://ift.tt/wsSFKxr - MAS News bengali

বিরাটের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী? https://ift.tt/wsSFKxr

আর কয়েকঘণ্টার অপেক্ষা। রবিবার (৫ নভেম্বর) টিম ইন্ডিয়া চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। তবে রবিবাসরীয় ম্যাচটা আরও একটা কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য খুব স্পেশাল। কারণ টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির আজকের দিনই ৩৫ বছরে পা দিলেন। ইতিমধ্যে গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বিরাটকে দেশের 'কিংবদন্তী' তকমা দিয়েছেন।সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে একটি টুইট করেছেন। লিখেছেন, 'দেশের হয়ে ঐতিহাসিক ম্যাচ খেলতে ভারতের কিংবদন্তী ব্যাটার যে জন্মদিনের দিনই কলকাতায় আছেন, তাতে আমরা সকলেই খুব খুশি। বিরাটকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিরাট এবং ওর পরিবারের সুখ এবং সমৃদ্ধি কামনা করি।' একথা আলাদা করে বলার আর কোনও দরকার নেই যে এই টুইটটা নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি এই টুইট দেখার পর বিরাট কোহলি সমর্থকেরা যারপরনাই খুশি হয়েছেন।এদিকে, উপলক্ষ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে একটি সোনার ব্যাট উপহার দেওয়া হবে বলে জানা গিয়েছে। সিএবি-র ইচ্ছে ছিল যে রবিবার বিরাটের জন্মদিনটা বেশ জাঁকজমক করেই পালন করা হবে। কিন্তু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) নিষেধ করার কারণে শেষপর্যন্ত সেই অনুষ্ঠান একেবারেই ছোট করে ফেলা হয়েছে।তবে সিএবি -র কাছে বিকল্প পরিকল্পনাও রয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোহলিকে একটি বিশেষ স্মারক দেওয়া হবে। আর সেটা হল সোনার ব্যাট। এই সোনার ব্যাটের উপরে 'কিং কোহলি' খোদাই করা থাকবে। জানা গিয়েছে, রবিবার এই ব্যাট দিয়েই বিরাটকে ইডেনে স্বাগত জানানো হবে।এর পাশাপাশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পরিকল্পনা করেছিল যে ৭০,০০০ বিরাটের মুখোশ মাঠে উপস্থিত দর্শকদের দেওয়া হবে। এছাড়াও সন্ধ্যার দিকে থাকবে আতশবাজির রোশনাই। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে সেই অনুমোদন পাওয়া যায়নি। সূত্রের খবর, স্বার্থের সংঘাত হওয়ার কারণেই বিশ্বকাপ টুর্নামেন্টের মধ্যে বিসিসিআই এইসব করতে মানা করেছে। তবে সন্ধ্যার পর মাঠে উপস্থিত দর্শকদের জন্য একটি লাইট অ্যান্ড সাউন্ড শো'র ব্যবস্থা করা হয়েছে।ম্যাচের আগের দিন সিএবি-তে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা পূর্বতন বিসিসিআই প্রেসিডেন্ট । সঙ্গে ছিলেন তাঁর দাদা তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভ ইডেন গার্ডেন্সও খতিয়ে দেখেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা করেন। এই আইকনিক ক্রিকেট গ্রাউন্ডে নয়া ড্রেসিংরুম এবং ক্লাবহাউসের ভূয়সী প্রশংসা করেন দ্রাবিড়।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/C0GjbeS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads