৩৫-য়ে পা কিং কোহলির, দ্বিতীয়বার বিশ্বজয়ের হাতছানি বিরাটের সামনে https://ift.tt/TbIWVCD - MAS News bengali

৩৫-য়ে পা কিং কোহলির, দ্বিতীয়বার বিশ্বজয়ের হাতছানি বিরাটের সামনে https://ift.tt/TbIWVCD

বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ব্য়াটার। তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। রবিবার (৫ নভেম্বর) তিনি ৩৫ বছর বয়সে পা দিলেন। তবে এই বছর তাঁর জন্মদিনটা একটু বেশিই স্পেশাল হতে চলেছে। কেন? কারণটা জানতে হলে, আপনাকে বাকীটুকু পড়তে হবে।সচিন পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেটে সেরা ব্যাটারের কথা যদি বলতে হয়, তাহলে সবার আগে যে নামটা মুখে আসবে তিনিই হলেন বিরাট কোহলি। ইতিমধ্যে গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা এবছর তাঁর থেকে একটা 'রিটার্ন গিফট'ও দাবি করছেন। একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ২০১১ সালে টিম ইন্ডিয়া শেষবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। ১২ বছর পর আবারও ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। আর এবার টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করছে, তাতে এই ট্রফির খরা মিটবে বলে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন।২০১১ সালে যখন বিশ্বকাপ টুর্নামেন্ট খেলা হয়েছিল, সেইসময় বিরাট ছিলেন ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা। তখনও 'কিং' তকমা পাননি তিনি। তবে কোহলির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের অনেকটাই সাহায্য করেছিল। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০১৫ এবং ২০১৯ সালে টিম ইন্ডিয়া ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছলেও, শেষপর্যন্ত আর জিততে পারেনি। তবে চলতি বছর ভারতের এই তারকা ব্যাটার যে কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।অনেকেই একথা একবাক্যে স্বীকার করেছেন যে ২০২৩ বিশ্বকাপে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই তিনি একটি শতরান (বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে অপরাজিত ১০৩ রান) এবং চারটে অর্ধশতরান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে কোহলির এই শতরান বিরাটকে তাঁর স্বপ্নের দিকে আরও একধাপ টেনে নিয়ে গিয়েছে। আর একটা সেঞ্চুরি করলেই তিনি সচিনের ওডিআই সেঞ্চুরির (৪৯) মাইলস্টোন স্পর্শ করতে পারবেন। পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড রয়েছে যা এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে বিরাট অর্জন করতে পারবে। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাটের সামনে দুটো ওডিআই বিশ্বকাপ খেতাব জয়ের সুযোগ রয়েছে। ভারতীয় ক্রিকেটকে বহু কিংবদন্তী খেলোয়াড়ই সমৃদ্ধ করেছেন। কিন্তু কেউই একবারের বেশি একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করতে পারেননি। সেই তালিকায় রয়েছেন কপিল দেব এবং সচিন তেন্ডুলকরও। তবে কোহলির কাছে সেই সুযোগটা রয়েছে। তিনি এক থেকে দুই করতে পারেন।। সাত ম্যাচে তিনি ইতিমধ্যে ৪৪২ রান করে ফেলেছেন। এই টুর্নামেন্টে শীর্ষ তিনজন রান সংগ্রাহকের তালিকায় তাঁর নাম উঠে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতাকে যদি সরিয়ে রাখা যায়, তাহলে বলতে হয় যে এই মুহূর্তে তিনি উইলোর সেরা টাচে রয়েছেন।নিউ জিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি অল্পের জন্য শতরান মিস করেন। সেটা করতে পারলে তো বিশ্বকাপে আরও একটা রেকর্ড তিনি কায়েম করতে পারতেন। পাশাপাশি সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিতেন এতদিনে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/fSiO46L
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads