‘বিহারের থেকেও বড় দুর্নীতি বাংলায়’, তৃণমূলের সমালোচনায় লকেট https://ift.tt/kgnUhJp - MAS News bengali

‘বিহারের থেকেও বড় দুর্নীতি বাংলায়’, তৃণমূলের সমালোচনায় লকেট https://ift.tt/kgnUhJp

লালু প্রসাদ যাদবের আমলে বিহারে যে দুর্নীতি হয়েছে, তার থেকেও বড় দুর্নীতি হয়েছে বাংলায়। এই ভাষাতেই নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। এমনকি, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আগামী দিনে ‘জেলেই কাটাতে হবে’ বলেও জানান তিনি। প্রসঙ্গত, মোদীর ঘোষণার সমালোচনা করেছে জাতীয় কংগ্রেসও। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সমালোচনা করে জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশছোঁয়া। দেশের মানুষের আর্থিক ভারমাস্য নষ্ট হয়ে বিপদসীমায় পৌঁছে গিয়েছে, গরীব অঙ্কেই এই ঘোষণা বলে দাবি তাঁর।কী জানালেন লকেট?লকেট এদিন একটি সাংবাদিক বৈঠকে জানান, লালু প্রসাদ যে ঘোটালায় জেল খেটেছেন, তার থেকেও বড় ঘোটালা হল বাংলার রেশন দুর্নীতি। প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যের বনমন্ত্রী গ্রেফতার হয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সের বাইরে নিয়ে আসার সময় তিনি, দাবি করেন, শীঘ্রই তিনি মুক্তি পাচ্ছেন। এর জবাবে, লকেট বলেন, ' ছাড়া পাওয়ার প্রশ্নই নেই। ইডি আছে, এবার সিবিআই আসবে।' প্রাক্তন মন্ত্রীকে জেলেই থাকতে হবে জানালেন হুগলি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।রেশন দুর্নীতি নিয়ে কটাক্ষআজ চুঁচুড়া দলীয় কর্মীদের নিয়ে মোদীর ঘোষিত 'বিশ্বকর্মা যোজনা' নিয়ে বৈঠক করেন লকেট। ইতিমধ্যে, সারা আগামী পাঁচ বছর রেশন দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন জোগাড় করতেই এই ঘোষণা করা হয়েছে বলে দাবি করছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে সাংবাদিকদের লকেট বলেন, 'প্রধানমন্ত্রী আরও পাঁচ বছর বিনা মূল্যে রেশন দেওয়ার কথা বলেছেন আর তৃণমূল নির্বাচন কমিশনে যাচ্ছে। আসলে ওঁরা কোনও ভালো কাজ করেনা। এত চুরি হচ্ছে তা নিয়ে কথা হবে না। মানুষ এর জবাব দেবে।' লকেটের কথায়, 'মানুষের পেট ভরাতে মোদি যেটা করছে তাতে ওদের জ্বালা ধরছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটের সময় অনেক ঘোষণা করেন। তখন কিছু হয়না। আগে নিজেরটা দেখুক।' এরপরেই ফের রেশন দুর্নীতিকে নিয়ে ফের রাজ্য সরকারের সমালোচনা করেন লকেট। তিনি বলেন, 'রেশন দুর্নীতি একটা বিশাল বড় দূর্নীতি। এতে অনেক বড় বড় লোক জড়িত আছে।' পাশাপাশি, আগামী দিনে বিশ্বকর্মা যোজনায় বিভিন্ন পেশার বহু মানুষ উপকৃত হবে বলে জানান সাংসদ।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/gEw1Cdp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads