Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/FSl04G7
কাহানি মে টুইস্ট, বুমরাহের কামব্যাকে সমস্যা বাড়ল হার্দিকের? https://ift.tt/9hbTmGq

আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত ঠিক ছিল যে হার্দিক পান্ডিয়াই এই দায়িত্ব সামলাবেন। কিন্ত, কাহানি মে হঠাৎ এই টুইস্ট চলে এসেছে। জসপ্রীত বুমরাহের সাম্প্রতিক পারফরম্যান্স দেখার পর তাঁকেও প্রবল দাবিদার বলেই মনে করা হচ্ছে। হার্দিককে টি-২০ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে গত শুক্রবার থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন আবার জসপ্রীত বুমরাহ। ফলে তাঁদের দুজনের মধ্যে যে জোর টক্কর দেখতে পাওয়া যাবে, তা বলাই বাহুল্য।এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্র মারফৎ জানা গিয়েছে, 'যদি অধিনায়কত্বের অভিজ্ঞতা মাপকাঠি হয়, তাহলে হার্দিকের থেকে বুমরাহের ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্স অনেক বেশি। কারণ ২০২২ সালে তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন।'সেইসঙ্গে তিনি আরও বলেন, 'যদি আপনি দেখেন যে এশিয়া কাপ এবং বিশ্বকাপ, দুটো টুর্নামেন্টেই বুমরাহকে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেকারণেই আয়ারল্যান্ডে ঋতুরাজের পরিবর্তে বুমরাহকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।'যদিও এতদিন পর্যন্ত একথা বলা হচ্ছিল যে রোহিত শর্মার পর হার্দিক পান্ডিয়ার হাতেই টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দায়িত্ব তুলে দেওয়া হবে। কিন্তু, জসপ্রীত বুমরাহের প্রত্যাবর্তনে যাবতীয় হিসেব একেবারে বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি বুমরাহকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ, দুটো টুর্নামেন্টেই ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক নির্বাচন করা হয়, তাহলেই তাঁর হাতেই যে আগামীদিনে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটের ব্যাটন দেওয়া হবে, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এর আগেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হার্দিক এবং বুমরাহের আগে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকেও দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, চোটের কারণে আপাতত তিনি টিম ইন্ডিয়ার বাইরেই আছেন। এই পরিস্থিতিতে বুমরাহ এবং হার্দিকের মধ্যে অধিনায়কের কুর্সি নিয়ে লড়াই, যথেষ্ট যে জমে উঠবে তা বলাই বাহুল্য।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/FSl04G7
Previous article
Next article
Leave Comments
Post a Comment