'লাস্ট বাট নট দ্য লিস্ট...', চাঁদে নামার আগে এই একটিই কাজ বাকি চন্দ্রযান ৩-এর https://ift.tt/75IRvTS - MAS News bengali

'লাস্ট বাট নট দ্য লিস্ট...', চাঁদে নামার আগে এই একটিই কাজ বাকি চন্দ্রযান ৩-এর https://ift.tt/75IRvTS

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। একটা করে ঘণ্টা অতিক্রম হচ্ছে আর উৎকণ্ঠার পারদ যেন কয়েকগুণ বেড়ে যাচ্ছে। ২৩ অগাস্ট সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে ভারতের চন্দ্রযান-৩। ইতিমধ্যেই চাঁদের কক্ষপথের শেষ ল্যাপের চক্করও সম্পূর্ণ করে ফেলেছে সে। কিন্তু, অবতরণের আগে আর বাকি মাত্র একটিই গুরুত্বপূর্ণ কাজ। কী সেই লাস্ট বাট নট দ্য লিস্ট? ইসরোর তরফে ইতিমধ্যেই ১৯ মিনিট পিছিয়ে চন্দ্রযানের চাঁদে অবতরণের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কিন্তু, গবেষকরা জানাচ্ছেন, ঠিক অবতরণের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ইসরোর সাধের চন্দ্রযান ৩-কে। এই মুহূর্তে চাঁদের কক্ষপথের ২৫x১৩৪ কিলোমিটারে অবস্থান করছে চন্দ্রযান-৩। এরপরই লম্বা লাফ দিয়ে সে অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে। তবে তার আগের এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এক ঘণ্টার মধ্যে ডি-অরবিট বার্ন হবে চন্দ্রযান ৩-এর। অর্থাৎ চাঁদের কক্ষপথ থেকে বেরিয়ে দক্ষিণ মেরুর উদ্দেশে অবতরণ শুরু করবে সেটি। ইসরোর তরফে ফের একটি ঠেলা দেওয়া হবে চন্দ্রযান ৩-কে। তিন থেকে চার মিনিট লাগবে কক্ষপথ থেকে বের হতে। বাকি সময়টা ধীরে ধীরে চাঁদে ল্যান্ডিং। এই সময় গতিবেগ আহামরি কিছু কমানো হবে না। তবে এই এক ঘণ্টা সফট ল্যান্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণও বটে। ফলে সমস্ত রকমের সমস্যা দূর করতে এবং স্মুথ ল্যান্ডিংয়ের লক্ষ্যে সন্তর্পণে কাজ করছে ইসরো। গত ৪০ দিন ধরে প্রথমে পৃথিবী এবং তারপর চাঁদ মিলিয়ে মোট ১২টি কক্ষপথ পার করে চন্দ্রযান-৩। এবার তার ফাইনাল পরীক্ষা। এই এক ঘণ্টার ফাইনাল পরীক্ষায় পাশ করে গেলেই কেল্লাফতে। প্রথমবারের জন্য চাঁদের দক্ষিণ মেরুতে নেমে বিশ্বজয় করবে ভারত। তৈরি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। দক্ষিণ মেরুতে নামবে ইসরোর চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। তারপর তার পেট থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আশবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে, চন্দ্রপৃষ্ঠে অবতরণের একদিন আগে রবিবার দুপুরে ভেঙে পড়ে রুশ ল্যান্ডার লুনা-২৫। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল রাশিয়ার। দ্রুতগতিই কি কাল হয়ে দাঁড়াল রাশিয়ার মহাকাশযানটির ক্ষেত্রে? চলছে কাটাছেঁড়া। প্রসঙ্গত, উৎক্ষেপণের ১০ দিনের মাথায় ধ্বংস হল মস্কোর নভোযান। লুনা-২৫ ভেঙে পড়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অতিরিক্ত সতর্ক ইসরো।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/zocNh2x
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads