Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/5jXG6dm
'কালেক্টিভ' কানেকশন ছাড়ল ডিএসএফ-আইসি https://ift.tt/GlRDSmV

এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগের প্রেক্ষিতে আরও বিপাকে ছাত্র সংগঠন 'কালেক্টিভ' এবং তার পদাধিকারীরা। এই সংগঠনটি যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মূলত যে দু'টি ছাত্র মঞ্চের মধ্যে থেকে কাজ করত, তারা রীতিমতো বিবৃতি জারি করে 'কালেক্টিভ'-এর সঙ্গে তাদের সংস্রব ত্যাগ করেছে। যাদবপুরে ৪৫ বছরের উপরে ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ফেটসুর ক্ষমতায় রয়েছে ছাত্র সংগঠন ডিএসএফ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত অন্তত এক দশক এই সংগঠনের রাশ ছিল 'কালেক্টিভ'-এর হাতেই। একই দাবি করা হয়েছে প্রেসিডেন্সির ছাত্র মঞ্চ আইসি-র ক্ষেত্রেও। ডিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, তাদের বেশিরভাগ সদস্যই এই প্রাতিষ্ঠানিক হত্যা এবং র্যাগিং সংস্কৃতির বিরুদ্ধে। তবে র্যাগিংয়ের জন্য যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর অভিযোগ তুলে যখন অনেকে সরব হয়েছেন, তখন কেউ কেউ আবার এই বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। ডিএসএফের তরফে জানানো হয়েছে, কারা র্যাগিংকে চাপা দিয়েছে, তা তদন্ত করে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হবে। ওই বিবৃতিতে তারা আরও জানিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ছাত্র সংসদের কয়েকজন পদাধিকারী পদত্যাগ করেছেন। এই পদাধিকারীদের সঙ্গে ডিএসএফ কোনওরকম রাজনৈতিক সম্পর্কে আবদ্ধ নেই। ঘটনা হলো, বেপাত্তা অরিত্র মজুমদার (আলু)-সহ ফেটসুর আরও কয়েকজন পদাধিকারী কার্যত দায় স্বীকার করে গত ১৪ অগস্ট পদত্যাগ করেছেন। অন্যদিকে, প্রেসিডেন্সির ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্টস কনসোলিডেশন বা আইসিও একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, 'আইসি ঘোষণা করছে, সমস্ত ধরনের সংগ্রামী ছাত্র আন্দোলনের কেন্দ্র (কালেক্টিভ, পিডিএসএফ, আরএসএফ, আইএসইউ, অনুশীলন পত্রিকা, ডিওয়াইএসএ ইত্যাদি)-এর থেকে আইসি সম দূরত্বের নীতি গ্রহণ করছে ও তা বজায় রাখার সিদ্ধান্ত নিচ্ছে। উক্ত সংগঠন, মঞ্চ, গোষ্ঠীগুলির মধ্যে যে ছাত্রছাত্রীরা কাজ করেন, তাঁরা আইসি মঞ্চের সাধারণ সভার সদস্য হিসেবে স্বাগত নন।' এ ব্যাপারে অবশ্য কালেক্টিভের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁদের তরফেও পাল্টা কোনও বিবৃতি সামনে আসেনি।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/5jXG6dm
Previous article
Next article
Leave Comments
Post a Comment