চাঁদ দৌড়ে রামধাক্কায় পা জড়িয়ে আছাড়! লুনা বিপর্যয়ে মুখ খুলল রাশিয়া https://ift.tt/iqycGks - MAS News bengali

চাঁদ দৌড়ে রামধাক্কায় পা জড়িয়ে আছাড়! লুনা বিপর্যয়ে মুখ খুলল রাশিয়া https://ift.tt/iqycGks

ছোট্ট একটা ভুল। আর তার জেরেই শেষ হয়ে গেল যাবতীয় স্বপ্ন। ৪৭ বছর পর চন্দ্র অভিযানে নেমে রেকর্ড ছোঁয়া হল না রাশিয়ার। চাঁদের বুকে ভেঙে পড়ল মস্কোর পাঠানো নভোযান ল্যান্ডার লুনা ২৫। কী কারণে ব্যর্থ হল মিশন? ঘটনার কয়েকঘণ্টা পর বিষয়টি নিয়ে মুখ খুলল রুশ মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos। রবিবার রাতে ল্যান্ডার লুনা ২৫-র ভেঙে পড়ার কারণ ব্যাখ্যা করেন মস্কোর জ্যোতির্বিজ্ঞানীরা। Roscosmos-র তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, অবতরণের আগে চাঁদের কক্ষপথে শেষ ল্যাপে পৌঁছে গিয়েছিল তাঁদের নভোযান। কক্ষপথের এই শেষ ধাপের পোশাকি নাম প্রি ল্যান্ডিং অরবিট। কিন্তু সেখানে প্রবেশের মুখেই লুনা ২৫-এ যান্ত্রিক গোলযোগ শুরু হয়। রুশ মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, প্রি ল্যান্ডিং অরবিটে প্রবেশের জন্য লুনা আর তাতেই ঘটে বিপত্তি। ওই থ্রাস্ট বা ধাক্কা সহ্য করতে পারেনি রুশ ল্যান্ডার। প্রথমেই গোত্তা খেয়ে তা কক্ষপথের উলটো দিকে ঘুরতে শুরু করে মস্কোর নভোযান। উল্লেখ্য, গত শনিবার বিকেলে ভারতীয় সময় পাঁচটার কিছু পরে এই ঘটনা ঘটে। লুনা ২৫ নিয়ন্ত্রণ হারাচ্ছে বুঝতে পেরে গতি কমিয়ে সেটিকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেন রুশ জ্যোতির্বিজ্ঞানীরা। ওই সময় স্পেস স্টেশনের কম্পিউটারগুলিতে অ্যালার্ম বেজে উঠেছিল। ওই দিন রাতের দিকে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি খোলসা করে Roscosmos। স্পেস স্টেশনে ল্যান্ডার লুনা ২৫-কে নিয়ে আপৎকালীন পরিস্থিতি বা Emergency Situation তৈরি হয়েছিল বলে জানিয়েছিল মস্কোর মহাকাশ গবেষণা সংস্থা। প্রসঙ্গত, গত ১০ অগাস্ট ভোস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে সয়ূজ ২.১বি রকেটের সফল উৎক্ষেপণ করে রাশিয়া। অতিশক্তিশালী এই রকেট লুনা ২৫-কে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিয়েছিল। মাত্র পাঁচদিনের মধ্য়েই চাঁদের কক্ষপথে পৌঁছে যায় ওই রুশ ল্যান্ডার। চলতি সপ্তাহের সোমবার অর্থাৎ ২১ তারিখ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল তার। ১৯৭৬-র পর আর কোনও চন্দ্র অভিযান করেনি রাশিয়া। তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও পর্যন্ত পৃথিবীর কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে নভোযান নামাতে পারেনি কোনও দেশ। লুনা ২৫ মিশন সফল হলে বিরল কৃতিত্ব অর্জন করত রাশিয়া। রুশ ল্যান্ডার চাঁদের বুকে ভেঙে পড়ায় ভারতের সামনে চলে এসেছে একটি অনন্য সুযোগ। চাঁদের দক্ষিণ মেরু জয় করতে চন্দ্রযান ৩-কে পাঠিয়েছে এদেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/iQ0JUDS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads