Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/cAu3RL7
তৃণমূলের ছাগল খেল BJP-র বেগুন গাছের চারা! উত্তাল সাঁইথিয়ার দেরপুর https://ift.tt/ZDF0Uvl

পশ্চিমবঙ্গে কোনও বিষয়কে ঘিরে রাজনীতি জড়িয়ে পড়তে কত সময় লাগে? এই প্রশ্নের উত্তর দিতে হয়ত বেশ কিছুক্ষণ ভাবতে হতে পারে সাধারণ মানুষকে। কিন্তু বীরভূম জেলার সাঁইথিয়ার একটি ঘটনার কথা শুনলে চটজলদি উত্তর দিয়েও দিতে পারেন অনেকেই। এবার ছাগলের বেগুন গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া বিধানসভার হাতোড়া পঞ্চায়েতের দেরপুর এলাকা। জানা গিয়েছে, রবিবার বিকেলে দেরপুরের বাসিন্দা অরুন দাসের বাগানের বেগুনের চারা খেয়ে নেয় গ্রামেরই বাসিন্দা পাপিয়া মালের একটি ছাগল। এরপর সেই ছাগলটিকে অরুন দাস মেরে তাড়িয়ে দিলে তাঁর ওপর চড়াও হন পাপিয়া মাল ও তাঁর দুই প্রতিবেশী, অভিযোগ এমনই। মারধর করা হয় অরুণ দাসকেও। এরপরেই অরুণকে কেন মারা হল, সেই কৈফিয়ত চাইতে ও ঘটনার মীমাংসা করতে দেড়পুর এলাকার BJP পঞ্চায়েত সদস্য শিলা দাস সহ প্রায় ১০০ জন যান পাপিয়া মালের বাড়ি। এরপরে সেখানে বেশ কিছুক্ষণ দুই তরফে বচসা হাতাহাতি চলে বলে অভিযোগ। শিলা দাস অভিযোগ করে বলেন, 'পাপিয়া মালের নেতৃত্বে প্রায় দেড়শ জন তৃণমূল কর্মী আমাদের সমর্থক অরুণ দাসের বাড়িতে চড়াও হয় ও মারধর করে।।' অন্যদিকে পাপিয়া মাল দাবি করে বলেন, 'আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।' এছাড়াও তিনি আরও বলেন, 'শীলা দাস সহ প্রায় ১০০ জন BJP কর্মী আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে মারধর করেছে। এমনকি আমার পরিবার লোকদেরও ছাড়েনই। ঘটনার পর আমিও ভর্তি হই সিউড়ি সদর হাসপাতালে।' এমনকি তাঁর অভিযোগ অরুন দাস এর আগেও তাঁর বেশ কিছু ছাগলকে মেরে দিয়েছে। এই বিষয়কে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। যদিও দুটি রাজনৈতিক দলের নেতৃত্বই ঘটনাটিকে রাজনীতির রঙ না দিয়ে গ্রাম্য বিবাদ বলে এড়িয়ে গিয়েছে। প্রসঙ্গত সাঁইথিয়া থানার অন্তর্গত এই হাতরা পঞ্চায়েত রয়েছে তৃণমূলের দখলে। তবে এই পঞ্চায়েত বিরোধীশূন্য বলা যাবে না কারণ এখানে ১৩ জন মেম্বারের মধ্যে তিনজন রয়েছেন BJP-র। ঘটনায় সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুই তরফেই।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/cAu3RL7
Previous article
Next article
Leave Comments
Post a Comment