Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/2trO6GQ
ডেঙ্গি সেরেও ফের অসুস্থতা, সাবধান করছেন চিকিৎসকরা https://ift.tt/XMJj7gC

অনির্বাণ ঘোষস্বাধীনতা দিবসের দিন ছুটি মিলেছিল এসএসকেএম থেকে৷ ডেঙ্গি থেকে সেরে উঠে ক'টা দিন ভালোই কাটছিল৷ কিন্তু রবিবার রাতে আচমকা শুরু হয় শ্বাসকষ্ট৷ যাদবপুরের বাসিন্দা মধ্য পঞ্চাশের ওই ভদ্রলোককে তড়িঘড়ি এমআর বাঙ্গুর হাসপাতালে আনা হয়৷ চিকিৎসকরা বুঝতে পারেন, ডেঙ্গি থাবা বসিয়েছে হৃদযন্ত্রেও৷ ডাক্তারি পরিভাষায়, মায়োকার্ডাইটিস৷ডেঙ্গি সারিয়ে বাড়ি ফিরে গিয়েও দিন পাঁচেকের মাথায় ফের চিত্তরঞ্জন শিশুসদনে ফেরত আসতে হয়েছে গড়িয়ার বাসিন্দা বছর সাতেকের বালিকাকে৷ মেয়েটি ক্রমেই নেতিয়ে পড়ছিল। দেখা যায়, অণুচক্রিকা ফের তলানিতে, শুরু হয়ে গিয়েছে পেটের মধ্যে রক্তক্ষরণ। একেবারে আইসিইউ-তে ভর্তি করতে হয় তাকে। ডেঙ্গি সেরে গিয়েও এ ভাবেই কিছু রোগী ফের বিপাকে পড়ছে। উদ্বিগ্ন চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে, রোগী বিপন্মুক্ত হওয়ার পরেও প্রায়ই দেখা যাচ্ছে, ফের একদফা বিপদ এসে হাজির। এবং এর জন্য চিকিৎসক মহলের একাংশ দায়ী করছেন ডেঙ্গি মুক্তির পরেও রোগীর সাবধানে না থাকাকে। অথচ ডেঙ্গি থেকে সেরে ওঠার পর অন্তত সপ্তাহখানেক রোগী কী ভাবে থাকবেন, কী কী নজরে রাখবেন, এগুলো জানা ও মেনে চলা জরুরি৷ কিন্তু প্রায়ই তার অভাব রয়ে যাচ্ছে ডেঙ্গি-পরবর্তী জীবনযাপনে। ফলে বেশ কিছু রোগী সেরে উঠতে-উঠতেও ফের একপ্রস্ত অসুস্থ হয়ে পড়ছেন। তাই চিকিৎসকরা মনে করছেন, ডেঙ্গি সারিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময়েই রোগী-পরিজনকে সতর্ক করে দেওয়া প্রয়োজন, কেমন হওয়া উচিত তার ডেঙ্গি-পরবর্তী দৈনন্দিন রুটিন এবং কী ধরনের লক্ষণ-উপসর্গ দেখলেই অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস জানাচ্ছেন, ডেঙ্গিতে জ্বর সেরে যাওয়ার পরই যে আসল সঙ্কটের আশঙ্কা, সেটা মানুষ জানেন না বলেই সমস্যা৷ অথচ ৯০% ক্ষেত্রে পরিস্থিতিটা জটিল হয় ডেঙ্গি সেরে যাওয়ার সময়টাতেই৷ তিনি সাবধান করছেন- 'জ্বর সেরে যাওয়া আর ডেঙ্গি সেরে যাওয়া কিন্তু এক নয়।' শিশুরোগ বিশেষজ্ঞ তথা চিত্তরঞ্জন সেবাসদনের পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিটের প্রধান সুমন সরকার জানাচ্ছেন, ডেঙ্গি থেকে সেরে উঠে নিউমোনিয়ার কবলে পড়া কিংবা বুকে জল জমে যাওয়ার সমস্যা নিয়ে কিছু রোগী ফের ভর্তি হচ্ছে হাসপাতালে। তিনি সতর্ক করে বলছেন, 'জ্বর থেকে সেরে ওঠার পর নিছক শারীরিক দুর্বলতা আর একেবারে পরিশ্রান্ত হয়ে পড়ার মধ্যে ফারাক না-বুঝলে মুশকিল৷' দুর্বলতা স্বাভাবিক, কিন্তু পরিশ্রান্ত হয়ে পড়লে যে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে দেরি না করেই, সে কথা মনে করিয়ে দিচ্ছেন আর এক শিশুরোগ বিশেষজ্ঞ রোহিত কাপুরও। পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক রোহিত বলছেন, 'ডেঙ্গির পরে ইমিউনিটি কমে যায় অনেকটা। ফলে ভালো পথ্য এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবে সেই কমে যাওয়া ইমিউনিটি আরও কমে যায় বলেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে দেরি হয় না।' এসএসকেএমের মেডিসিন বিশেষজ্ঞ অলোকেশ কোলে জানাচ্ছেন, বেশ কিছু রোগী সেরে উঠেও ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বেশি চিন্তিত কো-মর্বিডিটি রয়েছে, এমন রোগীদের নিয়ে। কেননা, তাঁদেরই হার্ট, কিডনি, প্যানক্রিয়াস ও পেটের নানা গোলমাল দেখা দেওয়ার আশঙ্কা বেশি।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/2trO6GQ
Previous article
Next article
Leave Comments
Post a Comment