বালু সরে গেলেও খাদ্য দফতরে দুর্নীতি চলেছে, চার্জশিটে দাবি ইডির https://ift.tt/sctDpz8 - MAS News bengali

বালু সরে গেলেও খাদ্য দফতরে দুর্নীতি চলেছে, চার্জশিটে দাবি ইডির https://ift.tt/sctDpz8

এই সময়: জ্যোতিপ্রিয় মল্লিককে থেকে সরিয়ে দেওয়া হলেও ওই দপ্তরে দুর্নীতি বন্ধ করা যায়নি বলে চার্জশিটে দাবি করল ইডি। রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার ইডির বিশেষ আদালতে প্রথম চার্জশিট পেশ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, কৃষকদের থেকে ৪৫০ কোটি টাকার ধান কেনা হয়েছে বলে খাতাকলমে দেখানো হলেও, ওই টাকা ঘুরপথে আত্মসাৎ করেন ব্যবসায়ী বাকিবুর রহমান। ঘটনাচক্রে, যে সরকারি সংস্থার মাধ্যমে ওই টাকা দেওয়া হয় সেই 'ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড'-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর পদে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে গেলেও এখনও তিনি ওই পদে রয়েছেন। চার্জশিটে দাবি করা হয়েছে, বাকিবুর তাঁর সংস্থা এনপিজি গ্রুপের কর্মচারীদের অ্যাকাউন্ট ব্যবহার করে কৃষকদের নামে টাকা হাতিয়ে নেন। ওই কর্মচারীদের সরকারি নথিতে কৃষক হিসেবে দেখানো হয়। সংগঠিত ভাবে এই দুর্নীতি চলে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত। ততদিনে জ্যোতিপ্রিয় ওরফে বালু বনমন্ত্রী হয়ে গিয়েছেন। রেশন দুর্নীতি মামলায় ব্যবসায়ী বাকিবুর রহমান গ্রেপ্তার হয়ে বর্তমানে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। আর এসএসকেএমে ভর্তি রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত ১৪ অক্টোবর কৈখালির ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালিয়ে বাকিবুরকে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ায় নথিপত্র খতিয়ে দেখে জ্যোতিপ্রিয়র সঙ্গে তাঁর যোগসাজশের বিষয়টি জানতে পারে ইডি। গ্রেপ্তার হওয়ার ৫৯ দিনের মাথায় ১৬৮ পাতার চার্জশিট জমা দিয়ে ইডি আদালতকে জানিয়েছে, ২০১১ সালের পর থেকে দু'জনের যুগলবন্দিতে রেশন দুর্নীতি সংগঠিত হয়েছে। আপাতত ৪৫০ কোটি টাকার দুর্নীতির তথ্য হাতে এলেও, তা হিমশৈলের চূড়া মাত্র বলেই মনে করছেন তদন্তকারীরা। সেই সূত্রে এখনও পর্যন্ত একশো কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে অনেকটাই এগিয়েছেন গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, রেশনের টাকা আত্মসাৎ করতে জ্যোতিপ্রিয় এবং বাকিবুর কৌশলে তাঁদের পরিবার এবং আত্মীয়দের ঢাল করেছিলেন। কী ভাবে তা হয়েছিল, সে বিষয়ে তথ্য পেতে বাকিবুরের সংস্থা এনপিজি গ্রুপের হিসাবরক্ষককে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা চার্জশিটে দাবি করেছে, সংস্থার অডিটর জয়শঙ্কর গুপ্ত তাঁর বয়ানে জানিয়েছেন, বাকিবুর তাঁকে নির্দেশ দিয়েছিলেন, কোম্পানির কর্মচারীদের অ্যাকাউন্টে ধান বিক্রির টাকা যেন 'রিসিভ' করা হয়। সেই নির্দেশ পাওয়ার পরেই ৫০ জনের বেশি কর্মচারীর অ্যাকাউন্টে 'ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড' থেকে টাকা জমা দেওয়া হয়। ইডি-র দাবি, ২০১৬ সালে খাদ্যদপ্তর থেকে সরে জ্যোতিপ্রিয় বনমন্ত্রী হলেও তাঁকে ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে রেখে দেওয়া হয়। আবার মন্ত্রীর নির্দেশেই, ২০১৬ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বাকিবুরের এনপিজি গ্রুপে নিয়মিত ধান কেনার সহায়ক মূল্য পাঠানো হতো। তদন্তকারী সংস্থার প্রশ্ন, 'এটা কেমন করে সম্ভব?' এখানেই শেষ নয়, বিভিন্ন কো-অপারেটিভ সোসাইটির নামেও প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বাকিবুর তাঁর শ্যালক অভিষেক বিশ্বাসকেও চাষি হিসেবে দেখিয়ে তাঁর নামে ৬টি আলাদা রেজিস্ট্রেশন নম্বর তৈরি করেন। পরে চারটি কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে ধান বিক্রি করে অভিষেকের সংস্থার মাধ্যমে সেই টাকা সরানো হয়। ইডির জিজ্ঞাসাবাদে অভিষেক দাবি করেছেন, তিনি কোনও সোসাইটিকে ধান বিক্রি করেননি। তাহলে সেই টাকা এল কোথা থেকে, সেই প্রশ্নও তুলেছে কেন্দ্রীয় সংস্থা এরই পাশাপাশি বাকিবুর রহমানও কর্মচারী এবং কো-অপারেটিভ সোসাইটির নামে ধান কেনাবেচার দুর্নীতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেছে ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ,শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামে তিনটি কোম্পানি খুলে তার মাধ্যমে ঘুরপথে প্রায় ৩৬ কোটি টাকা পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। পুরো বিষয়টি থেকে নিজেকে আড়াল করতে ওই সব সংস্থার ডিরেক্টর পদে বিভিন্ন সময়ে বসানো হয় অভিষেক সহ জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা এবং প্রিয়দর্শীনিকেও। অভিষেককে ব্যবহার করে বাঁকুড়ার ২টি পার্টনারশিপ ফার্ম এম/এস এজে অ্যাগ্রোটেক এবং এম/এস রয়্যাল অ্যান্ড কোম্পানির মাধ্যমেও টাকা ট্রান্সফার করা হয়েছে বলে দাবি করেছে ইডি। চার্জশিটে বাকিবুর এবং জ্যোতিপ্রিয়র পাশাপাশি ওই কোম্পানিগুলিরও নামও উল্লেখ করা হয়েছে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/YjckQP5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads