বন্ধন ব্যাঙ্কে শুরু হল নতুন পরিষেবা! সুবিধা পাবেন 50 হাজার প্রবীণ নাগরিক https://ift.tt/xUTbgsP - MAS News bengali

বন্ধন ব্যাঙ্কে শুরু হল নতুন পরিষেবা! সুবিধা পাবেন 50 হাজার প্রবীণ নাগরিক https://ift.tt/xUTbgsP

ভারতীয় রেল মন্ত্রকের তরফে, ই-পিপিও পরিষেবার মাধ্যমে পেনশন বণ্টনের জন্য অনুমতি পেল বন্ধন ব্যাঙ্ক। বুধবার এই অনুমোদন পাওয়ার বিষয়ে ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে। ভারতীয় রেল দেশের সর্ববৃহৎ নিয়োগকর্তা এবং এই মুহূর্তে 12 লাখের বেশি মানুষ ভারতীয় রেলে কর্মরত। সেই সূত্রে, শীঘ্রই ভারতীয় রেল মন্ত্রকের পেনশন বণ্টনের প্রক্রিয়ায় মিশে যেতে চলেছে।এই অনুমোদনের ফলে, বন্ধন ব্যাঙ্ক ভারতীয় রেল মন্ত্রকের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বণ্টন করতে পারবে। এই সূত্রে বন্ধন ব্যাঙ্ক 17 টি রেলওয়ে জোন এবং 8 টি উৎপাদন ক্ষেত্রের অন্তর্গত বার্ষিক গড় 50,000 অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের সাথে যোগাযোগ করতে পারবে।ব্যাঙ্কের তরফে মনে করা হচ্ছে, বন্ধন ব্যাঙ্কের বর্তমান ও নতুন গ্রাহকেরা বিশ্বমানের ব্যাঙ্কিং পরিষেবা, আকর্ষক ও প্রতিযোগিতামূলক সুদের হার ও বর্ষীয়ান নাগরিকদের জন্য বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন। পেনশনভোগীরাও বন্ধন ব্যাঙ্কের 1640 টি শাখা এবং অত্যাধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারবেন।বন্ধন ব্যাঙ্কের গভর্নমেন্ট বিজনেস এর প্রধান দেবরাজ সাহা এ প্রসঙ্গে জানান, 'ভারতীয় রেল দেশের অন্যতম এবং সর্ববৃহৎ নিয়োগকর্তা। রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বণ্টন সংক্রান্ত অনুমোদনের ফলে আমরা তাঁদেরকে সেরা প্রোডাক্ট এবং পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি। এরফলে রেলওয়ের পেনশনভোগী মানুষরাও বন্ধন ব্যাঙ্কের আকর্ষক ও প্রতিযোগিতামূলক সুদের হারের সুবিধে নিতে পারবেন। এই দায়িত্ব পাওয়া বন্ধন ব্যাঙ্কের পরিষেবার উপর অর্থ মন্ত্রক, রেলওয়ে এবং আরবিআই এর আস্থাকেই ফুটিয়ে তুলছে।'পাশাপাশি তিনি বলেন, 'এই নতুন অনুমোদন আমাদের, ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দেওয়ার ও তাদের আর্থিক উন্নতির এই মহান কর্মযজ্ঞে এক বিশেষ ভূমিকা নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা এখন অবসপ্রাপ্ত কর্মচারীদের আরও উন্নত পরিষেবা দিতে বদ্ধ পরিকর।'এর আগে অগাস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধন ব্যাঙ্ককে বিশেষ অনুমতি দিয়েছিল। সেই অনুমতির জোরে পেনশনভোগী ব্যক্তিদের পেনশন বিতরণের জন্য যে ব্যাঙ্কগুলো রয়েছে, সেই তালিকায় যুক্ত হয় বন্ধন ব্যাঙ্কের নাম। ওই অনুমোদনের পর বন্ধন ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা অসামরিক মন্ত্রক/বিভাগে (রেলওয়ে, পোস্ট এবং প্রতিরক্ষা ব্যতীত), দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল, বিধানসভা ছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, সুপ্রিম কোর্টএবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের এবং সর্বভারতীয় পরিষেবা কর্মকর্তাদের পেনশন বিতরণ করার অধিকার পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল রেলের কর্মীদের পেনশনও।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/e0qa7EJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads