আদবানি-যোশীকে অযোধ্যায় পেতে মরিয়া বিশ্ব হিন্দু পরিষদ https://ift.tt/W6YSFhf - MAS News bengali

আদবানি-যোশীকে অযোধ্যায় পেতে মরিয়া বিশ্ব হিন্দু পরিষদ https://ift.tt/W6YSFhf

লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশী-রাম মন্দির আন্দালনের এই দুই পুরোধাকে আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির করতে প্রবল আগ্রহী বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি শীর্ষ নেতৃত্ব৷ শনিবার ভিএইচপি সূত্রের এমনটাই জানা গিয়েছে। এমনকী, নবতিপর প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আদবানি ও প্রবীণ নেতা মুরলী মনোহরকে দিল্লি থেকে অযোধ্যায় নিয়ে যাওয়া এবং তাঁদের দিল্লিতে নিরাপদে ফেরত নিয়ে আসার উদ্দেশ্যে চিকিত্‍সক ও জরুরি চিকিত্‍সা পরিষেবা-সহ বিশেষ চার্টার্ড বিমানও তৈরি রাখছেন ভিএইচপি নেতৃত্ব৷ এখন তাঁরা অপেক্ষা করছেন দুই বর্ষীয়ান নেতার সবুজ সঙ্কেতের জন্য৷ অযোধ্যার রামমন্দির আন্দোলনের পুরোধা এই দুই বর্ষীয়ান নেতার পদচিহ্ন অযোধ্যার পূণ্যভূমিতে পড়লে মন্দির নির্মাণ প্রকল্পে তাঁদের সারা জীবনের অবদানের যোগ্য সম্মান জানানো সম্ভব হবে বলেই এই ভাবনা, দাবি নয়াদিল্লিতে ভিএইচপি পদাধিকারীদের সূত্রে৷ ইতিমধ্যেই ভিএইচপির শীর্ষ নেতৃত্ব যোগাযোগ করেছেন আদবানি ও যোশীর পরিবারের সদস্যদের সঙ্গে৷কিন্তু ভিএইচপি-র এই তোড়জোড়ে 'খুশি' হবেন তো বিজেপির বর্তমান শীর্ষ নেতৃত্ব। কারণ, আদবানি ও যোশীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না অথবা দু'জনে আমন্ত্রিত হলেও তাঁদের আসতে বারণ করা হয়েছে কি না-এনিয়ে গেরুয়া শিবিরেই প্রবল জল্পনা রয়েছে। দুই প্রবীণ নেতার কেউই এখনও এনিয়ে মুখ খোলেননি। তবে রামজন্মভূমির আনুষ্ঠানিক উদ্বোধনে আদবানি-যোশী থাকলে নরেন্দ্র মোদীর উপর থেকে প্রচারের আলো কিছুটা হলেও সরে যাবে বলে তাঁরা যাতে সে দিন অযোধ্যায় না-আসেন, ঘুরিয়ে সেই বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকে। সেটা হলে অস্বস্তি বাড়বে মোদী-অমিত শাহ-জেপি নাড্ডাদের। তাই রামমন্দির আন্দোলনের দুই পুরোধা সে দিন আসবেন কি না, তা এখনও পরিষ্কার নয়। প্রকাশ্যে দুই প্রবীণ নেতার উপস্থিতি নিয়ে কোনও মন্তব্য এখনও করেননি বিজেপির শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ৷ তারমধ্যে বিশ্ব হিন্দু পরিষদের তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের৷ এমনিতে আদবানি ও যোশী-দু'জনেই যথেষ্ট প্রবীণ। শারীরিক দিক থেকে তাঁরা খুব ভালো নেই বলে দাবি বিজেপির একাংশের। নিতান্ত প্রয়োজন ছাড়া তাঁরা ঘরের বাইরে বেরোন না৷ এই আবহে বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ পদাধিকারীদের নিমন্ত্রণ তাঁরা গ্রহণ করবেন কি না, সেই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না ভিএইচপি শীর্ষ পদাধিকারীরা৷ আদবানি ও যোশী নিজেরা কী করেন, সে দিকে চেয়ে আছেন বিজেপি নেতৃত্বও।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/PCjHS26
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads