হ্যাপি নিউ ইয়ার! 'বন্ধু' মোদীকে সবার আগে উইশ করে বিশেষ বার্তা পুতিনের https://ift.tt/AQj0wpV - MAS News bengali

হ্যাপি নিউ ইয়ার! 'বন্ধু' মোদীকে সবার আগে উইশ করে বিশেষ বার্তা পুতিনের https://ift.tt/AQj0wpV

নতুন বছরে পা রাখার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট। হ্যাপি নিউ ইয়ারের প্রথম উইশ মোদী পেলেন বন্ধু পুতিনের থেকে। বিশেষ এক বার্তা এল সুদূর রাশিয়া থেকে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নতুন বছরের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পুতিন। একটি বিশেষ বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'বিশ্বব্যাপী একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও ভারত এবং রাশিয়ার সম্পর্ক অটুট। এমনকী এই সম্পর্ক আরও নতুনভাবে মজবুত হয়েছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সহযোগিতা বেড়েছে।' দুই দেশের মধ্যে চলতি বছর বাণিজ্যিক সম্পর্ক, যৌথ প্রজেক্ট সাফল্য পেয়েছে বলেও উল্লেখ করেছেন পুতিন। নিরাপত্তা এবং স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের মধ্যে এই সম্পর্ক আগামীদিনেও আরও মজবুত থাকা প্রয়োজন বলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে লেখা বার্তায় জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। মস্কোর তরফে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং G-20 সম্মেলনে ভারতের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট। আগামীদিনে মস্কো এবং নয়াদিল্লির মধ্যে আরও একাধিক দ্বিপাক্ষিক চুক্তি হবে। দুই দেশ যৌথভাবে সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নেবে। বিদেশমন্ত্রী এস জয়শংকর সম্প্রতি রাশিয়া সফরে সাক্ষাৎ করেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। জানা যায়, তাঁর কাছে পুতিন আক্ষেপ করে জানিয়েছেন, মোদীকে মিস করছেন তিনি। অনেকদিন পুরনো বন্ধুর সঙ্গে দেখা না হওয়ায় মন কেমন করছে রুশ প্রেসিডেন্টের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়া যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন পুতিন। নতুন বছরেই মোদীকে রাশিয়া আসার আর্জি জানিয়েছে তিনি। পাঁচ দিনের সফরে রাশিয়ায় যান বিদেশমন্ত্রী এস জয়শংকর। ক্রেমলিনে জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ হয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। জয়শংকর দেখা করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গেও। জয়শংকরের সঙ্গে কথা বলার মাঝেই বলেন, 'আমাদের বন্ধু নরেন্দ্র মোদী রাশিয়ায় আসলে খুব খুশি হব।' রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্য়স্থতা করেছেন। দুই দেশকেই আলোচনা করে সমঝোতার পথে হাঁটার বার্তা দিয়েছিলেন তিনি। এপ্রসঙ্গে পুতিন বলেন, 'আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তিপূর্ণভাবে ইউক্রেন-রাশিয়া সংকট মেটাতে চান। ইউক্রেনে কী চলছে তা আমি ওঁকে বহুবার জানিয়েছি। এই নিয়ে আমরা একসঙ্গে আরও নিবিড়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে অতিরিক্ত তথ্যও দেব।' ইউক্রেনের যুদ্ধ, ভারতে তেল আমদানি সহ একাধিক বিষয় নিয়ে জয়শংকরের সঙ্গে তিনি আলোচনা সেরেছেন বলেও খবর।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/0UoZ8Fx
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads