'তুমিই শীর্ষে থাকবে', অধিনায়কত্ব হারালেও রোহিতকেই নেতা মানছেন সমর্থকরা https://ift.tt/p46RNBO - MAS News bengali

'তুমিই শীর্ষে থাকবে', অধিনায়কত্ব হারালেও রোহিতকেই নেতা মানছেন সমর্থকরা https://ift.tt/p46RNBO

নিলামের আগে আগামী মরশুমের জন্য অধিনায়ক ঘোষণা করেছে। রোহিত শর্মার হাত থেকে ব্যাটন এবার গিয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। তিনি নতুন করে মুম্বইতে যোগ দিয়েই বড় পদ পেলেন, যা কিছুটা প্রত্যাশিতই ছিল। যেখানে কেরিয়ারের শীর্ষে আছেন সেই সময় তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সকলেই চমকে গিয়েছেন। IPL-এ অন্যতম বড় ঘোষণার পর মুখ খুলেছেন তাঁরা। এবার হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে দলে নেওয়ার পর সবাই কমবেশি চমকে গিয়েছিলেন। তবে এই চমকটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। মুম্বইয়ের পক্ষ থেকে বলা হয়েছে ভবিষ্য়তের জন্য দল তৈরি করতেই এই পদক্ষেপ। ৩৬ বছর বয়সি রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ার শেষের দিকে, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর তিনি হয়ত আর খেলবেন না। এই পরিস্থিতিতে মুম্বইতেও এই পরিবর্তন যুক্তিযুক্ত। কে কী বললেন? IPL-এর অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের এই পরিবর্তনে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান লেখেন, 'এই ফ্র্যাঞ্চাইজি যতই পুরনো হোক না কেন, রোহিত শর্মার নামই শীর্ষে থাকবে।'ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে লিখেছেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া। এটা ওপেন সিক্রেট ছিল। এমএস ধোনির পাশাপাশি রোহিত শর্মা আইপিএলের সেরা নেতা। তাকে বিশ্রাম দেওয়াটা এখন তাঁর সঙ্গে মজা করার মতো হবে। কারণ আইপিএল আপনার থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে। আইপিএল-এর কিছু আগে তিনি পাঁচটি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আগামী কয়েক বছরের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দলে নতুন তারকা এবং ফ্র্যাঞ্চাইজির চাহিদা বিবেচনা করে, এটি হার্দিকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।’এক ব্যবহারকারী লেখেন, হার্দিক পান্ডিয়া কেন ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েছিলেন তা এখন জানা গেল, কারণ তখন তাঁকে দলের অধিনায়কত্ব দেওয়া হয়নি। তবে এভাবে রোহিতের নেতৃত্ব চলে যাওয়াটা তিনিও মেনে নিতে পারেননি।মুম্বই ছেড়ে গুজরাটে গিয়ে অধিনায়কত্ব পান। ক্যাপ্টেন্সির জন্যই তিনি মুম্বই ছাড়েন বলে মনে করা হচ্ছে। ক্যাপ্টেন্সি করে তিনি নিজেকে প্রমাণ করার পর এবার ক্যাপ্টেন হয়েই নিজের প্রথম দলে ফিরলেন। যদিও হার্দিকের কামব্যাকে মুম্বই তাদের সোনালি দিনগুলো ফিরে পাবে কি না সেটা অবশ্য সময় বলবে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/wfDjKRA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads