Bangla News
Bengali Breaking News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/pviZhTS
দুরমুশ নর্থ-ইস্ট ইউনাইটেড, পিছিয়ে পড়েও দাপুটে জয় মোহনবাগানের https://ift.tt/4Vg3BKu

গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট। নর্থ-ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়লেও কার্যত রাজার মতোই ফিরল সবুজ-মেরুন ব্রিগেড। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে শুক্রবার হাইল্য়ান্ডার্সদের ৩-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান।তবে এই ফলাফল সত্ত্বেও একটা কথা স্বীকার করতেই হবে যে এই মরশুমে নর্থ-ইস্ট ইউনাইটেড কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। যদিও ৯০ মিনিটের লড়াইয়ে তারা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারছে না।এই ম্যাচে শুরুতেই ৪ মিনিটের মাথায় ফাল্গুনী সিংয়ের গোলে এগিয়ে যায় নর্থ-ইস্ট। ফাল্গুনি বলটা পাওয়ার পর অনিরুদ্ধ থাপা এবং ব্রেন্ডন হ্যামিলের মধ্যে নিজের জায়গা তৈরি করেন। এরপর তিনি দুজনেই কাটিয়ে উপরে উঠতে থাকেন। অবশেষে জোরাল শট। বলটা তেকাঠির উপরের দিকে কর্নার ঘেঁষে জালে জড়িয়ে যায়। এক্ষেত্রে বিশাল কাইথের অবশ্য খুব বেশি কিছু করার ছিল না। তবে হাইল্যান্ডার্সদের প্রথম গোলের এই উচ্ছ্বাস ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি। মিরশাদের জঘন্য গোলকিপিংয়ের খেসারত ভুগতে হল তাদের। বাগানের ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে অসাধারণ একটা ক্রস বাড়ান লিস্টন কোলাসো। মিরশাদ বলটা ধরার জন্য বাইরে বেরিয়ে আসেন। কিন্তু, বলটাকে ঘুঁসি মেরে তিনি সোজা দীপক টাংরির কাছে পাঠিয়ে দেন। দীপকের মুখে বলটা আঘাত করে সোজা জালের মধ্যে ঢুকে যায়।ম্যাচের ২৮ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দিলেন অজি স্ট্রাইকার জেসন কামিংস। যদিও এটাকে দলগত গোল বলাটাই বেশি শ্রেয় হবে। বক্সের মধ্যে ক্রস পাঠান অনিরুদ্ধ থাপা। সেই ক্রস সাদিকুর কাছে এসে ঠেকে। তিনি সঠিক সময়ে একেবারে সঠিক জায়গায় ছিলেন। তিনি হেড দিয়ে বলটা কামিংসের কাছে পাঠিয়ে দেন। এরপর একটি সহজ ফিনিশে কামিংসের গোল করতে কোনও অসুবিধে হয়নি। ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান আরও কোনও গোল করতে পারেনি। তবে ২-১ গোলে এগিয়ে থেকে তারা যে অ্যাডভান্টেজে ছিল, তা বলা যেতেই পারে।এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে দুটো দলই প্রথমার্ধের তুলনায় কিছুটা নিষ্প্রভ হয়ে পড়ে। তবে ম্যাচের ৭১ মিনিটে বাগানের জয় কার্যত নিশ্চিত করে দেন শুভাশিস। এবারও লিস্টন কোলাসো ওভারল্যাপ করে শুভাশিস বোসের কাছে বলটা পাঠিয়ে দেন। মোহনবাগান অধিনায়ক এই সাজানো বল থেকে গোলের ব্যবধান বাড়াতে বিন্দুমাত্র দেরি করেননি। আর সেইসঙ্গে নর্থ-ইস্ট ইউনাইটেড দলের কফিনেও শেষ পেরেকটা পোঁতা হয়ে যায়। আপাতত সবুজ-মেরুন ব্রিগেড ৭ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে। পাশাপাশি পয়েন্ট টেবিলে তারা তৃতীয় স্থানে রয়েছে। আগামী ২০ তারিখ তারা মুম্বই সিটির বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচেও বিজয়রথ অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার।
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/pviZhTS
Previous article
Next article
Leave Comments
Post a Comment