পাপিয়াকাণ্ডে বাড়ছে অস্বস্তি? কাউন্সিলরকে হুমকি বিতর্কে কী বলছে পুরসভা? https://ift.tt/lwuEfnt - MAS News bengali

পাপিয়াকাণ্ডে বাড়ছে অস্বস্তি? কাউন্সিলরকে হুমকি বিতর্কে কী বলছে পুরসভা? https://ift.tt/lwuEfnt

পাপিয়া - প্রতীক কাণ্ড নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। তৃণমূলের যুব নেতার সঙ্গে কাউন্সিলরের সম্পর্ক উঠে এসছে খবরের শিরোনামে। সোনারপুর পুরসভার কাউন্সিলরকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অথচ, সোনারপুরে কাউন্সিলারকে হুমকির বিষয়টি জানেই না পুরসভা। কাউন্সিলারও পুরসভাকে এখনও পর্যন্ত কিছু জানায়নি বলে জানালেন চেয়ারম্যান পল্লব দাস। কী বলছে পুরসভা?পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের অভিযোগকে ঘিরে চর্চা সোনারপুর জুড়ে। এদিকে দলের কাছেও এই বিষয়ে কোনও কিছু জানা নেই বলে জানিয়েছেন যাদবপুর-ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী। এবিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার পুর প্রধান ডঃ পল্লব দাস বলেন, 'আমাকে ফোন করেছিল। আমি দেখা করার কথা বলেছি, কিন্তু দেখা করেনি। পুর পরিষেবা বিঘ্নিত হলে ব্যবস্থা নিতাম। ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবো না।'কোথা থেকে শুরু?স্থানীয় সূত্রে খবর, পাপিয়ার আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষীকান্তপুরে ৷ বাবা কলকাতা পুলিশের কর্মী৷ সেই সূত্রে রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে জায়গা কিনে বসবাস শুরু করেন তিনি। তবে পাপিয়া ও তার ভাইয়ের জন্ম এখানেই ৷ পদ্মমণি গার্লস স্কুলে পড়াশুনা করেন পাপিয়া ৷ তারপর বোসপুকুর কলেজ ৷ অন্যদিকে, ২০১৬ সালে এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর হওয়ার সুবাদে ওয়ার্ডের সমস্ত কাজ করতেন প্রতীক ৷ সাধারণ মানুষেরও যাতায়াত ছিল তাঁর কাছে ৷ পুরসভার উদ্যোগে পাপিয়ার বাড়ির সামনে পুরসভার ড্রেনের তদারকির কাজ করতে গিয়ে প্রথমে দেখা হয় দু'জনের ৷ তারপর ফেসবুকে পরিচয় হয় ৷ ক্রমশ যোগাযোগ আরও বাড়ে ৷ ওই বছরই সরস্বতী পুজোর দিন এলাকাতেই একসঙ্গে পুজো কাটান তাঁরা ৷ সম্পর্কের গভীরতা আরও বাড়ে বলে জানা গিয়েছে ৷ প্রতীকের হাত ধরেই ধীরে ধীরে রাজনীতিতেও জড়িয়ে পড়েন পাপিয়াও৷ সোনারপুর দক্ষিণের তৎকালীন বিধায়ক জীবন মুখোপাধ্যায়, পুরপ্রধান পল্লবকান্তি দাস সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে পাপিয়ার পরিচয় করিয়ে দেন প্রতীক৷ রাজনীতিতে পাপিয়ার পরিচিতি বাড়তে শুরু করলে প্রতীককেই 'রাজনৈতিক গুরু' হিসাবে মানতেন পাপিয়া ৷ একসাথে রাজনীতির মঞ্চে তো বটেই ভিন্ন জায়গাতেও দেখা গিয়েছে তাঁদের ৷ এই দুর্গাপুজোতেও তাঁরা একসাথে ঘুরেছেন ও এলাকার বিভিন্ন পুজোর মন্ডপে একসঙ্গে গিয়েছেন ৷ সম্পর্কের টানাপোড়েনপুজোর পর থেকেই সম্পর্কের অবনতি হতে শুরু করে ৷ দেশের বাড়ি যাওয়ার নাম করে কলকাতা পুলিশের এক আধিকারিকের সঙ্গে সিকিমে বেড়াতে যান পাপিয়া ৷ যার বিভিন্ন প্রমাণ ইতিমধ্যেই দলের নেতৄত্বের কাছে তুলে দেওয়া হয়েছে বলে খবর ৷ প্রতীক জানান, কলকাতা পুলিশের ওই আধিকারিককে দিয়ে এলাকায় ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছিলেন পাপিয়া ৷ সাধারণবাসিন্দাদের ভয়ও দেখাচ্ছিলেন নানান মামলায় ফাঁসিয়ে দেওয়ার ৷ সূত্র মারফত জানা গিয়েছে, দলীয় নেতৄত্ব বিষয়টি মেটানোর চেষ্টা করলেও দু'জনের সম্পর্ক পুরোপুরি তলানিতে ঠেকে যাওযায় তা আর সম্ভব হয়নি ৷


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/Qd2CoJg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads