তুষারে মোড়া দেশের এই ৬ জায়গা, না দেখলে চরম মিস https://ift.tt/JkMNzXA - MAS News bengali

তুষারে মোড়া দেশের এই ৬ জায়গা, না দেখলে চরম মিস https://ift.tt/JkMNzXA

ডিসেম্বর-জানুয়ারি মাস তুষারপাতের সেরা সময়। এই সময় সাদা বরফের চাদরে মুড়ে যায় পাহাড়ি এলাকা। সে এক নৈস্বর্গিক সৌন্দর্য। একবার ভেবে দেখুন ঝির ঝির করে পড়ছে তুষারগুঁড়ো, আর আপনি তা উপভোগ করছেন আপনার প্রিয় মানুষটির হাত ধরে। সোনালি এই মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে আপনার কাছে। দেখার জন্য দেশের মধ্য়েই রয়েছে একাধিক জায়গা। শীতকালে ঘুরে আসতে পারেন সেইসব এলাকা। এই প্রতিবেদনে আপনাদের জানাব সেরা কয়েকটি সুন্দর জায়গার কথা যেখানে তুষারপাত উপভোগ করতে পারবেন দারুণ ভাবে। ১) গুলমার্গ, জম্মু-কাশ্মীর: গুলমার্গের প্রাকৃতিক দৃশ্য ডিসেম্বর মাসে মন্ত্রমুগ্ধ করে পর্যটকদের। পশ্চিম হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত গুলমার্গ ভ্রমণ ডায়েরির সবচেয়ে সুন্দর অংশ হতে পারে আপনার জন্য। গুলমার্গের সর্বাধিক তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য থাকে। তবে এখানে ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে তাপমাত্রা মাইনাস ৮ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তুষারপাত ছাড়াও এখানে স্কি ও কেবল কার রাইডিংয়ের সুযোগ রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। পীর পাঞ্জাল পর্বতশ্রেণি ও নাঙ্গা পর্বত ভ্রমণকারী পর্বতারোহীদের জন্য গুলমার্গ জনপ্রিয় বেস ক্যাম্প। ২) আউলি: হিমালয়, সুন্দর পুরনো ওক ও আপেল বাগানের বিস্ময়কর দৃশ্যের কারণে ভারতে শীত কাটানোর জন্য আউলি একটি চমকপ্রদ গন্তব্য। উত্তর ভারতের রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড, আউলি শঙ্কুযুক্ত বন এবং নন্দা দেবী পর্বত দ্বারা বেষ্টিত। দর্শকরা তাদের শীতকালীন ছুটিতে আউলিতে করতে পারে এমন প্রচুর জিনিস রয়েছে। কেউ তুষারাবৃত হিমালয়ের দিকে তাকাতে পারেন, বিস্তীর্ণ তৃণভূমিতে ভ্রমণ করতে পারেন এবং গর্সন-এর মনুষ্যসৃষ্ট হ্রদ দেখতে পারেন। আকাশপথে আউলি ও জলি গ্রান্ট বিমানবন্দরের মধ্যে দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। বিমানবন্দর থেকে বাস বা ট্যাক্সিতে করে আউলি পৌঁছানো যায়। রেলপথে আউলিকে দেখার জন্য শুধুমাত্র একটি রেলপথ রয়েছে, যা ঋষিকেশ রেলওয়ে স্টেশন, প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত। রেলওয়ে স্টেশনের বাইরে, আউলির দর্শনার্থীরা ট্যাক্সি, ক্যাব বা বাজেট বাস ভাড়া করতে পারেন। সড়কপথে বাসগুলি দেরাদুন এবং হরিদ্বারকে আউলির সাথে সহজেই সংযুক্ত করে। এই পথ ধরে আউলি পৌঁছানোর জন্য ব্যক্তিগত ট্যাক্সি এবং শেয়ার্ড ট্যাক্সিও ব্যবহার করা যেতে পারে।৩) মুন্সিয়ারি: শীতকালে উত্তরাখণ্ডের মুন্সিয়ারি ছুটি কাটানোর জন্য উপযুক্ত জায়গা। যদি আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার অপেক্ষায় থাকেন তবে এই জায়গা আপনার জন্য আদর্শ। নদীর তীরে অবস্থিত, মুন্সিয়ারি একটি সুন্দর অবকাশ যাপনের জায়গা। নির্জনে অবসর সময় কাটানোর জন্য, হিমবাহের সৌন্দর্য দেখার জন্য, তুষার আচ্ছাদিত শিখরগুলিকে প্রত্যক্ষ করার জন্য এএক দারুণ জায়গা। মুন্সিয়ারি নামের নামের আক্ষরিক অর্থ হল 'তুষার সহ একটি জায়গা'।৪) কাটাও, সিকিম: একটি ছোট ও সুন্দর হিল স্টেশন। গ্যাংটক থেকে প্রায় ১৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। সিকিমের সুইজারল্যান্ড হিসাবে ব্যাপকভাবে পরিচিত। যদিও এটি তুলনামূলকভাবে অফবিট জায়গা। গ্যাংটক এবং লাচুং ভ্রমণকারীদের এটি দেখার জন্য সময় নেওয়া উচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা। প্রচুর পরিমাণে তুষারপাতের কারণে শীতকালে এটি একটি তুষারময় স্বর্গ।৫) তাওয়াং, অরুণাচল প্রদেশ: প্রকৃতিকে যাঁরা সেরাভাবে অনুভব করতে চান তাঁদের জন্য তাওয়াং দারুণ জায়গা। এখানকার পর্বতগুলো আকাশ ছুঁয়েছ।তুষারে মোড়া সবকিছু। রয়েছে জলপ্রপাতগুলো, ঘন বন। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, তাওয়াংয়ে প্রচুর তুষারপাত হয়। তুষার প্রিয় হলে ঘুরে আসতেই পারেন এই জায়গা। এটি সমগ্র ভারতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কারণ এখানে একটি ৪০০ বছরের পুরানো মঠ রয়েছে। ৬) সোনমার্গ, জম্মু-কাশ্মীর: কাশ্মীরের প্রতি চিরকালই পর্যটকদের টান একটু বেশি। বরফে ঢাকা সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাওয়ের দিকে প্রেমিকের মতোই তাকিয়ে থাকা যায়, এতই স্নিগ্ধ, সুন্দর রূপ।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/GIezK97
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads