শহরে যান নিয়ন্ত্রণ, মিছিলে ভোগান্তি! টেট পরীক্ষার্থীদের কী পরামর্শ পুলিশের? https://ift.tt/Hs7nYGm - MAS News bengali

শহরে যান নিয়ন্ত্রণ, মিছিলে ভোগান্তি! টেট পরীক্ষার্থীদের কী পরামর্শ পুলিশের? https://ift.tt/Hs7nYGm

কলকাতা শহরের উৎসবের আমেজ। বড়দিনের ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে শহরবাসী। এরমধ্যে রবিবার টেট পরীক্ষা। প্রায় ৩ লাখের বেশি পরীক্ষার্থী এবার টেটে বসবেন। অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ' কর্মসূচি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে আসতে শুরু করেছে। এই অবস্থায় রবিবারের কলকাতায় কেমন থাকবে ট্রাফিকের হালচাল? এই সময় ডিজিটালকে জানাল কলকাতা পুলিশ।ছুটির শহরে ট্রাফিকের হালচালকলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম থেকে সার্জেন্ট প্রণব কুমার বালা জানিয়েছে, এই মুহূর্তে শহরের যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনা বা যানজটের খবর নেই। বিমানবন্দরগামী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ইএম বাইপাস ও ভিআইপি রোডে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। রবির শহরে মিছিল, যান নিয়ন্ত্রণসোমবার বড়দিন। রীতি অনুযায়ীর রবিবার বিকেলে পালিত হবে ক্রিসমাস ইভ। সেই কারণে একাধিক রাস্তা যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল ৪টে থেকে সোমবার ভোর ৪টে অবধি পার্ক স্ট্রিট ও ময়দান সংলগ্ন এলাকায় ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। রবিবার ব্রিগ্রেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে ধর্মীয় কর্মসূচি। সেখানে বেশ কিছু মানুষের জমায়েত হতে পারে। যান নিয়ন্ত্রণের প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।অন্যদিকে সকাল ১০টায় রয়েছে একটি মিছিল। পার্ক সার্কাস ময়দান থেকে বেরিয়ে একাধিক রাস্তা ঘুরে তা ফের পার্ক সার্কাসে ফিরে আসবে। এই মিছিলে ১৫০ থেকে ২০০ মানুষের জমায়েত হবে। এই মিছিল এজেসি বোস রোড, থিয়েটার রোডের মতো রাস্তাগুলি পরিক্রমা করবে।দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ রয়েছে আরও একটি মিছিল। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বেরিয়ে মিছিলটি তিলজলা কবরস্থান অবধি যাবে। বেলা ৩টে থেকে রয়েছে আরও একটি মিছিল। হাজার মোড় থেকে শুরু হয়ে যদুবাবুর বাজারে শেষ হবে মিছিল। এই মিছিলে ৩০ থেকে ৪০ জনের জমায়েত হবে। তবে ট্রাফিকে এর বড় কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে ট্রাফিক পুলিশ।টেট পরীক্ষার্থীদের ট্রাফিক পুলিশের পরামর্শটেট পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সময় কোথাও কোনও ধরনের সমস্যার মুখোমুখি হলে, পরীক্ষার্থী ও অভিভাবকদের ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বর ১০৭৩-তে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সব ধরনের সাহায্য করা হবে বলে জানিয়েছে পুলিশ।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/EVnIeLo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads