সামান্য কমল দৈনিক সংক্রমণ, উৎসবের মাঝেই চিন্তা বাড়াচ্ছে JN1 https://ift.tt/AM1xc3v - MAS News bengali

সামান্য কমল দৈনিক সংক্রমণ, উৎসবের মাঝেই চিন্তা বাড়াচ্ছে JN1 https://ift.tt/AM1xc3v

দেশে ফের করোনার চোখরাঙানি। উৎসবের মরশুমের ভয় ধরাচ্ছে করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট জেএন১। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২জন। শুক্রবার নতুন করে ৭৫২ জন আক্রান্ত হয়েছিলেন। যা বিগত সাত মাসের মধ্য়ে এটিই সর্বাধিক। শুধু তাই নয়, একদিন আগে দৈনিক সংক্রমণ যা ছিল তার চেয়ে বেশি মানুষ। সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৭৪২। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে দেশে। করোনার প্রকোপ বাড়ার সঙ্গে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্য়া। নতুন করে করোনার এই প্রকোপের নেপথ্যে রয়েছে নোভেল করোনাভাইরাসের সাব ভ্য়ারিয়েন্ট জেএন১। নয়ডাতে একজনের শরীরে সংক্রমণ মিলেছে। কেরলে সংক্রমিতের সংখ্য়া সবচেয়ে বেশি। সেখানে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮৭২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, গত চার সপ্তাহে গোটা বিশ্বে করোনা সংক্রমণে ৫২ শতাংশ বৃদ্ধি চোখে পড়েছে। কর্নাটকে গত ২৪ ঘণ্টা আক্রান্ত হয়েছে ১০৪ জন। কর্নাটকে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭১। ১৫ ডিসেম্বর করোনায় চার জনের মৃত্যুর খবর মিলেছে। করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট জেএন১ কী?JN.1-কে 'ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট' বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নয়া রূপ কতটা বিপজ্জনক সেই সম্বন্ধে এখনও সম্যক ধারণা গড়ে ওঠেনি। তবে যে ভাবে লাফিয়ে বাড়ছে সংক্রমণ তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ সর্দি-কাশি হলে হেলাফেলা করা চলবে না। মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে। তবে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে জেএন১ খুব একটা প্রাণঘাতী নয়, এর চরিত্র খানিকটা ওমিক্রণের মতো হতে পারে। তবে বিষয়টি নিয়ে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। প্রাণঘাতী না হওয়ার ব্য়াপারে যে সিলমোহর পড়েছে তা কিন্তু নয়। বিশেষজ্ঞদের মত, এমনিতে কোনও ভাইরাস চরিত্রবদল করলে গোড়ার দিকে তার প্রভাব হয় মারাত্মক। সেভাবে তাকে কাবু করতে পারে না অ্যান্টিবায়োটিকও। তাই জেএন১-ও একই ভাবে ছড়িয়ে পড়ছে। যাঁরা একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে প্রায় সব রাজ্যেই নতুন করে বিধিনিষেধ জারির পথে হাঁটছে প্রশাসন। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে নতুন করে করোনা ওয়ার্ড তৈরি রাখার জন্য।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/Od7PgNi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads