লোহিত সাগরে ভারতের পতাকা লাগানো ট্যাঙ্কারে ড্রোন হামলা, নেপথ্য কারা? https://ift.tt/0bMvjx5 - MAS News bengali

লোহিত সাগরে ভারতের পতাকা লাগানো ট্যাঙ্কারে ড্রোন হামলা, নেপথ্য কারা? https://ift.tt/0bMvjx5

লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই চালিয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানানো হয়। যে ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম এম/ভি সাইবাবা। ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয় গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে। শনিবার ভোরেই হামলা চালানো হয় আরব সাগরের ভারতীয় উপকূলে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী আরেকটি জাহাজে। সেটিতেও ড্রোন হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান এই হামলা চালিয়েছে। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি বলেছেন, 'হুতি বিদ্রোহীরা তাদের নিজেদের সিদ্ধান্তে ও সক্ষমতায় এই ধরনের হামলা চালাচ্ছে।' দুই হামলাতেই জাহাজগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগে যায় জাহাজগুলির কাঠামোতে। তবে ক্রু সদস্যদের হতাহতের খবর নেই। সম্প্রতি লোহিত সাগরে গাজায় ইসরায়েল হামলায় চালায়। সেই হামলার জন্য কয়েকটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে। হামলার জেরে কয়েকটি বৃহৎ পণ্যবাহী কোম্পানি সমুদ্রপথে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই রুটে সাময়িক ভাবে বন্ধ রেখেছে তাদের জাহাজ চলাচল। উল্লেখ করা প্রয়োজন, ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত ১৭ অক্টোবরের পর তারা অন্তত ১৫টি বাণিজ্যিক জাহাজে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এবং মিত্র বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ ওই সমুদ্রপথটি পাহারা দেওয়া শুরু করেছে। শনিবার রাতে হুতিদের ড্রোন হামলার কবলে পড়ে আরও একটি জাহাজ, জানিয়েছে যুক্তরাষ্ট্র। নরওয়ের পতাকাবাহী ওই জাহাজটির নাম এম/ভি ব্লামানেন। সেটিও তেলবাহী ট্যাঙ্কার। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেটির উপর ড্রোন হামলা। শনিবার রাতের হামলার পর যুক্তরাষ্ট্রের ডেস্ট্রোয়ার লোহিত সাগরের দক্ষিণাংশে হুতি বিদ্রোহীদের পাঠানো আরও চারটি ড্রোন গুলি করে নামায়। তেল ও তরল গ্যাস পরিবহনে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর মধ্যে অন্যতম লোহিত সাগর। এ ছাড়া প্রচুর পরিমাণে ভোগ্যপণ্যও পরিবাহিত হয় এই পথে। এবার ভারতীয় পতাকা লাগানো তেলের ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজ আটক করে। জাহাজটি ছাড়িয়ে নিতে হুতি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টা করে জাপান। জাহাজটির মালিক একজন ইজরায়েলি ব্যবসায়ী। তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান। জাপান সরকার পণ্যবাহী জাহাজ ও জাহাজে থাকা ক্রু সদস্যদের অবিলম্বে মুক্তির ব্যাপারে হুতিদের সঙ্গে আলোচনা করার জন্য ইরান, সৌদি আরব ও ওমান সরকারের প্রতি আহ্বান জানায়। চলতি মাসের প্রথম দিকে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলগামী নরওয়ের পতাকাবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইজরায়েলগামী যেকোন জাহাজকে 'বৈধ লক্ষ্যবস্তু' হবে বলে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করার পর ট্যাঙ্কারে এই হামলা হলো।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/BrFqjDR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads